নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছু শিখতে চাই,জানতে চাই।

সাঈদ এন কে

আমি একজন সাধারণ মানুষ।

সাঈদ এন কে › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো কিছু কথা।

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬

# জীব মাত্র-ই মৃত্যু হবে;
# ফুল যতই সুন্দর হোক, একদিন ঝরে যাবে;
# তরু যতই তাজা হোক, একদিন মরবে;
# ভিত্‌ যতই শক্ত হোক, একদিন নড়বে;
# রূপ যতই লাবণ্যময় হোক, নষ্ট হবে;
# মানুষ যতই সাহসী হোক, ভয় পাবে;
# অন্যায় যতই ছোট হোক, সাজা হবে;
# জীবন যতই সুন্দর হোক, একটু দুঃখ থাকবে;
# অন্ধকার যতই গভীর হোক, আলো আসবে;
# ধন্য এই ধরণীর মহাপ্রলয় ঘটবেই;
# যার মৃত্যু হবেনা, তার নাম ভালবাসা।

----ব্যক্তিগত ডায়েরীর পাতা থেকে।সংগ্রহ কাল ১৯৯৭।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯

প্রামানিক বলেছেন: দারুণ সত্য কথা কাব্য। ধন্যবাদ

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৭

সাঈদ এন কে বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ। কারণ, আপনার মত একজন অভিজ্ঞ ব্লগার আমার এ ক্ষুদ্র লিখা পড়ে মন্তব্য ও করেছেন তাতে নিজকে ধন্য মনে করছি। ব্লগে আপনার সার্বিক সহযোগীতা কামনা করছি।

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪১

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর কথামালায় ভালোলাগা জানিয়ে গেলাম।

০২ রা মে, ২০১৬ সকাল ৯:৩১

সাঈদ এন কে বলেছেন: দারুন অনুপ্রেরণা পেলাম আপনার মন্তব্যে। আপনি আসলেই সাদা মনের মানুষ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.