নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টো পথিক

সয়ূজ

আমি কী তাই যা আমি হতে চেয়েছি? আমি কী তাই যা আমি হতে পেরেছি?

সয়ূজ › বিস্তারিত পোস্টঃ

স্ট্যান লি, আপনি শুনছেন কি???

২৯ শে জুন, ২০১৬ রাত ২:১১

সুপার হিরো নিয়ে আমার আগ্রহটা ছোটবেলার। বড়বেলায় ছোট ভাইয়ের প্ররোচণায় পড়ে হিস্ট্রি চ্যানেলে ‌‌"স্ট্যান লি'স সুপার হিউম্যানস" দেখা শুরু করি। সেই শুরুটা এখন এসে ঠেকেছে ইউটিউবে বাস্তব জীবনে সুপার পাওয়ারধারীদের ভিডিও দেখায়।
মজার বিষয়টা হচ্ছে এইসব ভিডিওতে আমাদের দেশের সুপার হিউম্যানের বড্ড আকাল। অনেক খোঁজাখুঁজি করেও নো লাক। অথচ আমার চারপাশে আমি কম করে হলেও শ'খানেক সুপার হিউম্যানের খবর জানি। সারা বাংলাদেশে সংখ্যাটা লাখের ওপর হতে বাধ্য।
বিশ্বাস হচ্ছেনাতো। আচ্ছা, সুপার হিউম্যানদের কথা বাদ দিয়ে সাধারণ মানুষের কথায় আসি। অতি সাধারণ এক মানুষ। মানুষটি আমি নিজে। সাধারণ মধ্যবিত্ত এক পরিবারে জন্ম নেয়া তার চেয়েও সাধারণ এক প্রাণী।
আর দশটা চাকরিজীবির মত আমিও লোভীর মত অপেক্ষায় থাকি বছরের দুটো ঈদের। কারণটা বেশ সহজ। দুটো পার্বণে দুটো বোনাসের আশায়। নিতান্ত সামান্য হলেও হাতে একসাথে খানিকটা কাঁচা টাকা পাওয়া স্বর্গসুখে ভাসার মত ব্যাপার।
রমজান আসার পর থেকেই শুরু হয় এক মজার খেলা। দেনা-পাওনার হিসেব মেলানোর খেলা। চারপাশের মাসিক পাওনাগুলো মিটিয়ে উদ্বৃত্ত টাকায় কী কী কেনা হবে তার তালিকা করার খেলা।
মজার খেলাটির সবচেয়ে মজা হলো প্রতিবছর তালিকাটি একই রয়ে যায়।
দামি একটা মোবাইল, দামি ক্যামেরা, আরও দামি দামি বেশ কিছু কেনার অদম্য ইচ্ছা দমে যায় বেতন-বোনাস হাতে পেলে।
চাতক পাখির মত অর্থ সমাগমের অপেক্ষা করতে করতে কখন যেন দেনা-পাওনার হিসেবটা প্রায় সমান সমান হয়ে যায়।
অতঃপর, ফাটা বেলুন হয়ে আমার তখন চুপসানো দশা।
আর ঠিক এ ক্ষণটাতেই ঘুরে ফিরে মাথায় আসে সুপার হিউম্যানদের কথা। বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের ‘বাবা’ নামক সুপার হিউম্যানরা কিন্তু ঠিকই সমীকরণটা মিলিয়ে ফেলেন।
সবার হাতের তালিকা মিটিয়ে সবার মুখে হাসি তুলে দেবার ক্ষমতা নিয়েও তারা নিতান্তই সাধারণ মানুষ সেজে থাকেন।
স্ট্যান লি, আপনি শুনছেন কি???
ছবি কৃতজ্ঞতা : আন্তর্জাল

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৬ ভোর ৫:২১

আহম্মেদ জাবেদ বলেছেন: কিসের সাথে কি তুলনা করলেন গো ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.