নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টো পথিক

সয়ূজ

আমি কী তাই যা আমি হতে চেয়েছি? আমি কী তাই যা আমি হতে পেরেছি?

সয়ূজ › বিস্তারিত পোস্টঃ

গইল্যা গইল্যা পড়বো

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৫

ওয়াজ নামক অত্যাচারে কান ঝালাপালা। হুজুর হুজুগে বলেই চলেছেন। মাঝে মাঝে যা তা। ধর্ম বিষয়ে আমার মত ব-কলম ও জানে উনি ভুল বলছেন। অথচ উপস্থিত হাজেরান তুমুল ধ্বনিতে উনাকে সমর্থন জানাচ্ছেন।
হঠাৎ মনে হলো হুজুরের মুখে ফেইসবুকের কথা শুনছি। কান খাড়া করলাম।
"দুইন্যা ধ্বংসের কারণ হইলো ঐ মোবাইল। আর তার মধ্যে যেইটা চলে। বুঝলেন না? আরে ঐ যে ফেসবুক ফেসবুক। বাপে কয়, আব্বা কি করো? পোলা কয়, ফেসবুক আব্বা। বেডিরে মায় জিগায়, আম্মা তোমার হাতে কি? বেডি মুখ ঝামটা দিয়া কয়, ফেসবুক। ...সবাইরে খাইলো এই ফেসবুক।
আর একটা শয়তানি জিনিস। কন্ তো কী? আম্মায় দেখে, ঝি এ দেখে। দেখে আর শয়তানি শিখে। ওড়না বুক থাইক্যা উঠায়া গলায় রাখে। সেইটা কী? স্টার জলসা। এই স্টার জলসা এখন ফেসবুকেও চলে। আম্মায় রান্না বন্ কইরা ফেসবুকে স্টার জলসা দেখে।....
গজব নামাইছে এই ফেসবুক। দুইন্যা শ্যাষ কইরা দিতাছে। ...
আল্লাহর ওপর খোদকারি করেন? কেউ পারে নাই। ফেসবুকও পারবেনা। ধ্বংস হইয়া যাইবো ফেসবুক। মোবাইল টিপেন? ফেসবুক টিপেন? আঙ্গুল থাকবোনা। গইল্যা গইল্যা পড়বো।"
উপস্থিত হাজেরানের সমস্বরে আর্তনাদ মানে চিৎকারে হুজুরের গলার জোশ ঢাকা পড়ে যায়।
অতএব, মুমিনগণ যারা দিনরাত ফেইসবুক আর ম্যাসেঞ্জারের ইনবক্সে নিজেদের প্রোডাকশন করা বাণী শেয়ারের অনুরোধ জানান, তারা কিন্তু সাবধান। আঙ্গুল কিন্তু গইল্যা গইল্যা পড়বো।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন:
ফাল্গুনের শুভেচ্ছা।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Great post

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

আহমেদ জী এস বলেছেন: সয়ূজ ,





আপনার শেষের লাইন দুটো জব্বর হয়েছে । ঠাস করে একটা চড় দিলেন যেন বয়ানকারীর গালে !

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩

শিখণ্ডী বলেছেন: কার বুকে ওড়না নাই তা এরা জানে কেমনে? চুরি কইরা তাইলে এরাও দেখে? এগো চক্ষু দুইটা গইলা গইলা পড়ব না? :`>

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহাহা
এদের মতো বয়ানকারীরদেরও মুখ-চোখ গইলা গইলা পড়বে ।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০

আখেনাটেন বলেছেন: আল্লাহর ওপর খোদকারি করেন? কেউ পারে নাই। ফেসবুকও পারবেনা। ধ্বংস হইয়া যাইবো ফেসবুক। মোবাইল টিপেন? ফেসবুক টিপেন? আঙ্গুল থাকবোনা। গইল্যা গইল্যা পড়বো।" -- =p~ :P :-P

হুজুরকে বসন্তের ফেসবুকীয় শুভেচ্ছা খানদানী বয়ানে মাশোয়ারার জন্য।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

রানার ব্লগ বলেছেন: ভালো বলেছেন।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৬

করুণাধারা বলেছেন: ভাল লাগল- একেবারে হুজুর চরিত্র বিশ্লেষণকারী পোস্ট। হুজুরেরা ওয়াজে আল্লাহকে নিয়ে কথা বলার চেয়ে মহিলাদের নিয়ে কথা বলতে বেশি পছন্দ করেন।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:
ইসলামী তরিকায় নিন্দা জানাচ্ছি।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দেন না কেন?

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১২

সয়ূজ বলেছেন: দুঃখিত ভাই, সময়ের অভাব

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৩

সয়ূজ বলেছেন: আপনাকেও

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৩

সয়ূজ বলেছেন: ধন্যবাদ

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৪

সয়ূজ বলেছেন: ধন্যবাদ

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৫

সয়ূজ বলেছেন:

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৫

সয়ূজ বলেছেন:

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৬

সয়ূজ বলেছেন:

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৬

সয়ূজ বলেছেন: ধন্যবাদ

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৭

সয়ূজ বলেছেন:

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৭

সয়ূজ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.