নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টো পথিক

সয়ূজ

আমি কী তাই যা আমি হতে চেয়েছি? আমি কী তাই যা আমি হতে পেরেছি?

সয়ূজ › বিস্তারিত পোস্টঃ

নিখোঁজ সংবাদ

০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

একটি দেশের পুলিশ সদস্যদের প্রশিক্ষণে পাঠানো হয়েছে। জনগণের সাথে ভালো ব্যবহারের প্রশিক্ষণ, তাদের বন্ধু হবার প্রশিক্ষণ।
প্রশিক্ষণ শেষে প্রত্যেকে ফিরলেন নিজ নিজ কর্মস্থলে। যা শিখে এসেছেন তা উজাড় করে দেয়ার জন্য তৈরি সকলে। সবার মাঝেই বেশ নতুন উদ্যম আর উৎফুল্ল ভাব।
এমন-ই এক থানায় হন্তদন্ত হয়ে এক মহিলা ছুটে এলেন। রীতিমত হাঁপাচ্ছেন তিনি। তাকে দেখেই ছুটে এলেন থানার সেকেন্ড অফিসার।
- ম্যাডাম, কোন ইমার্জেন্সি কি?
মহিলা কোনমতে মাথা ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ। আমার স্বামী মাংস কিনতে গিয়েছিল আর ফিরে আসেনি।
- আচ্ছা আচ্ছা ম্যাডাম। আপনি আগে বসুন।
অফিসার মহিলার দিকে পানির গ্লাস এগিয়ে দিলেন। তিনি কিছুটা ধাতস্থ হতেই অফিসার বললেন, এবার বলুন ম্যাডাম একদম গোড়া থেকে।
বেশ খানিকটা দম নিয়ে মহিলা শুরু করলেন, আমার স্বামীর হলো ভুলে যাবার ব্যারাম। সকালে ঘুম থেকে উঠিয়েই মনে করিয়ে দিলাম যে আজ বাজারের ডেইট। মাংস কিনতে হবে। ফ্রিজ একগাদা মাছে ঠাসা। ....তো নাশতা সারার পর তার হাতে বাজারের লিস্ট ধরিয়ে দিলাম। আর পই পই করে বলে দিলাম ফ্রিজ কিন্তু মাছে ভরা। আজ মাংস আনতেই হবে।
উনি বেরিয়ে গেলেন। সেই যে গেলেন আর ফেরার নাম নেই। মোবাইল ফোনটাও সুইচড্ অফ। সেও নেই, মাংসও নেই।
মহিলা আবার কাঁদতে শুরু করলেন।
- আহা আহা ম্যাডাম। আপনি কাঁদবেন না প্লিজ। আপনি এক কাজ করুন। বাসায় চলে যান। আজকের দিন টা ঐ ফ্রিজের মাছ দিয়ে চালিয়ে দিন। আমরা দেখছি কি করা যায়। কাল সকালে বাজার বসলেই আমরা মাংস কিনে আপনার বাসায় পৌঁছে দেব........
*** মঙ্গোলিয়ান দেশগুলোতে বহুল প্রচলিত একটি সেমি থ্রিলার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.