নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টো পথিক

সয়ূজ

আমি কী তাই যা আমি হতে চেয়েছি? আমি কী তাই যা আমি হতে পেরেছি?

সয়ূজ › বিস্তারিত পোস্টঃ

একটি গুজবের গল্প

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০২

আজকের গল্পটি সম্ভবত মহাভারত যুগের বেশ আগের। কারণ, গল্পটি যে সময়ের তখন ওয়াইফাই তো দূরের কথা, ইন্টারনেট বা অন্তর্জাল নামক কোন বস্তু ছিলনা। তবুও সেসময় গুজব রটতো। গুজবে কান দিয়ে চিলের পেছনে ভো-দৌড় দিত মেধাবী মনুষ্য সন্তান এবং জীবজন্তুরা।
আজকের গল্পটি একটি বনের। বনের ধারে যে বিশাল লেক সেখানে পানি খেতে গিয়ে শেয়ালের কানে এলো 'ঝপাৎ' শব্দ। শব্দ শুনেই শেয়াল দৌড়। পেছন থেকে ভেসে আসছে 'ঝপাৎ' 'ঝপাৎ' শব্দ। আর তার থেকেও জোরে শোনা যেতে লাগলো শেয়ালের গগনবিদারী আওয়াজ-"ঝপাৎ এসেছে"।
ক্রমেই সেই আওয়াজ ডানা মেললো, তার ডালপালাও গজালো। বনের সব পশুদের মুখে তখন "ঝপাৎ"র গল্প। সে নাকি এক ভয়ংকর দর্শন দানব। ইয়া মাথা, ইয়া লেজ এবং ইত্যকার বিভিন্ন ইয়া ইয়া...
মিটিং বসলো। বিপ্লবী সভা-সমাবেশ হলো। দানবের সাথে যুদ্ধের সিদ্ধান্ত হলো।
বনের রাজা সিংহ ব্যক্তিগত কাজে শহরে ছিলেন। তিনি সব ঘটনা শুনে বললেন, 'আরে এসব ''ঝপাৎ-টপাৎ" কিছুনা। লেকের পাড়ে যে পেঁপে গাছগুলো আছে তার পাকা পেঁপেগুলো লেকের পানিতে পড়ে "ঝপাৎ" "ঝপাৎ" শব্দ হচ্ছে। দানব টানব সব বানোয়াট। ভুয়া।'
কিন্তু জনতা আই মিন বনের পশুরা তখন বিদ্রোহের আগুনে গনগন জ্বলছে। তারা কি আর রাজার কথা শোনে। এর মাঝে এক শূকর বলে ওঠে, 'এই, রাজা ব্যাটা "ঝপাৎ"র দালাল। মারো শালাকে। আর তার গদিটা ধরেও টান মারো।'
রাজা বেচারা গদি হারিয়ে বন ছাড়া হলেন। বনের নতুন রাজা হলো সেই 'শূকর'। আর সহকারি হলো "ঝপাৎ"র আমদানিকারক সেই 'শেয়াল'।
আশ্চর্যজনক ভাবে, 'ঝপাৎ' এর কথা ভুলে গেল সবাই।
গল্প এখানেই শেষ। কিন্তু সাংবাদিকরা বড্ড খারাপ। তারা গল্প শেষ করতে চাননা। তারা গল্প রাবারের মত টানতেই থাকেন। নতুন রাজার বীরত্বের ব্যাপারে চাউর হলো নানান গল্প। তারই ছোট্ট একটা বলি:
নতুন রাজার ঘর থেকে নাকি প্রায়ই হুটোপুটির শব্দ আসে। একদিন এরকমই ধুপ-ধাড় শব্দের পর শূকর রাজা ঘোৎ ঘোৎ করতে করতে বীরদর্পে বেরিয়ে এলেন।
অপেক্ষারত পশুদের বললেন, আজ আমার বউ আমার সামনে মাথা নত করেছে।
সবাই চুপ। শুধু খিটকেল বানরটা বলে ওঠে, ক্যামনে কি? কিভাবে মহারাজ?
- আরে ব্যাটা, বউ আজ আমার সামনে মাথা নিচু করে বললো, " অ্যাই শুয়োরের বাচ্চা; খাটের নিচ থেকে বেরিয়ে আয়।"

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর রম্য হয়েছে।

২| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: দারুণ রম্য।

৩| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১১

সয়ূজ বলেছেন: ধন্যবাদ

৪| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১২

সয়ূজ বলেছেন: ধন্যবাদ

৫| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৪

শাহারিয়ার ইমন বলেছেন: শেষ লাইনটা এপিক :D

৬| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৪

সয়ূজ বলেছেন: ধন্যবাদ

৭| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৫

সুমন কর বলেছেন: হাহাহা........দারুণ ছিল।
+।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.