নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টো পথিক

সয়ূজ

আমি কী তাই যা আমি হতে চেয়েছি? আমি কী তাই যা আমি হতে পেরেছি?

সয়ূজ › বিস্তারিত পোস্টঃ

অনাগত সন্তানের ভাগ্যহত পিতা

২৭ শে জুন, ২০১৮ রাত ৯:২৭

শিরোনামটা বড্ড বেশি নাটকীয় দেখালেও এই মুহূর্তে আমার জীবনটা আরও বেশি নাটকীয়। তবে, ভাগ্যহত আমি নিজেরই দোষে। নিজেরই হঠকারিতায়। সে আরেক উপাখ্যান। ওটা বরং পিছনে ফেলে আপাতত সামনে এগোতে চাই।
চাকরি নেই, পরিপূর্ণ বেকার, ঘাড়ে একগাদা ঋণের বোঝা, বন্ধুরা ছেড়ে গেছে, আত্মীয়রা কাছে ঘেষছেনা, চারদিকে লোকের কানাঘুষা, দিনরাত গঞ্জনা ইত্যাদি নানা সংকটে যখন দিনানিপাত করছি সে সময় তুই একটু একটু করে বেড়ে উঠছিস্ তোর মায়ের জঠরে।
গর্ভবতী স্ত্রীকে নিয়ে লোকে নানা আহ্লাদ করে। তাদের নানা শখ বা ইচ্ছা পূরণে ব্যতিব্যস্ত হয়ে থাকে স্বামীরা। তোর মায়ের সাথে আহ্লাদ দূরে থাক্, বেচারির চোখের দিকে তাকাতে বুক কেঁপে উঠছে আমার। দুচোখে শুধু শঙ্কার মেঘ। জানিনা, গর্ভে থেকে তুই-ও এসব আঁচ করতে পারছিস কিনা?
জানিস, ভয়ে-লজ্জায় পরাজিত সৈনিকের মত পালাতে চেয়েছিলাম তোদের ছেড়ে, জীবনের কাছ থেকে। বোকার মত ভেবেছিলাম তুই আর তোর মা বুঝি আমাকে ছাড়াই বেশি ভালো থাকবি। খামোকা সকলের বোঝা হবার চেয়ে চলে যাওয়াটাই ঠেকেছিল সহজ সমীকরণ হিসেবে।
তিনদিন অচেতন থেকে হাসপাতালের বিছানায় যখন চোখ মেলে তাকালাম দেখি আমার বাবা কাঁদছে হাউমাউ করে। আমার খোলা চোখ দেখেই সে পাগলের মত আর্তনাদ করে বলে, "আমি আছি না বাবা, কিসের ভয় তোর? যতদিন আমি আছি তোর কোন চিন্তা নেই। আমি আছি তো।"
সেই তখনই, ঠিক তক্ষুণি বুঝতে পারলাম কি ভুল করতে চলেছিলাম। পিতা ছাড়া সন্তানের জীবন যে কতটা কঠিন তা যেন বুঝিয়ে দিল আমার পিতা।
আমার 'মা' মারা যাবার দু-মাস বাদে যখন তোর আগমন বার্তা পাই অদ্ভূত আনন্দের নাচন লেগেছিল প্রাণে। আমার সন্তান। আমার প্রথম সন্তান। আজ সেই আনন্দের স্বরূপটা ধরতে পেরেছি। ধরতে পেরেছি কিভাবে একটা প্রাণের স্পন্দন বদলে দেয় বাউন্ডুলে জীবন।
সম্রাট হুমায়ুনের জীবনী পড়ছিলাম সেদিন। পিতা বাবরের বদৌলতে নতুন জীবন ফিরে পাওয়া, রাজ্যহারা হয়ে গর্ভবতী স্ত্রীকে নিয়ে পালিয়ে বেড়ানো, ভয়ংকর এক দূর্দশাগ্রস্ত জীবনযাপন সবটাই যেন নাটকীয়। ঠিক যেমনটা আমার...
না, আমি হুমায়ুন নই। সম্রাট তো নয়ই। তবে, তার মতই একজন্য ভাগ্যহত পিতা, যে ভাগ্যের চাকা ঘোরাবার চেষ্টায় প্রাণপাত করছে।
হুমায়ুনের আকবর আকবর দ্য গ্রেট হয়েছিল। তুই মাথা উঁচু করে নিজের মত বাঁচবি আমার চাওয়া এটুকুই। আর পিতা হিসেবে আমি যেন তোর সামনে মাথা উঁচু রাখতে পারি, আমার সাধ্যের ভেতর তোর চাওয়াগুলো পূরণ করতে পারি এটুকুর জন্যই হয়তো বেঁচে আছি।
চারপাশের নানা দুঃসংবাদের মাঝেও আমি অপেক্ষায় আছি একটা সুসংবাদের, তোর পৃথিবীতে আগমনের সংবাদের...

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৫৪

ঢাকার লোক বলেছেন: আল্লাহ আপনার বর্তমান অবস্থার পরিবর্তন করে সাচ্ছল্য দান করুন , আপনার সন্তানের আগমন হোক কল্যাণকর এই দুনিয়ায় এবং আখিরাতে !

২| ২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৫৯

নাহিদ০৯ বলেছেন: আল্লাহ আপনাকে দ্রুতই স্বচ্ছল্য দান করবেন। আল্লাহ কে ডাকুন, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করুন।

৩| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: ভাই আপনার মতো অবস্থায় অসংখ্য মানুষ আছে।
মনোবল হারাবেন না। মনে সাহস রাখুন।
সব দিন এক রকম যায় না।
অপেক্ষা করুন সুসময়ের। সুসময় আসবে। আপনি চেষ্টা চালিয়ে যান।

৪| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:১০

সয়ূজ বলেছেন: ধন্যবাদ ভাই। চেষ্টায় রত আছি

৫| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:১০

সয়ূজ বলেছেন: ধন্যবাদ

৬| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:১১

সয়ূজ বলেছেন: ধন্যবাদ

৭| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: আমি নিজেই আপনার মতো অবস্থায় আছি।

৮| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:১৭

করুণাধারা বলেছেন: আপনার পোস্ট পড়ে খুব দুঃখ পেলাম। এত ভেঙ্গে পড়বেন না খারাপ সময় আসে, আবার তা চলেও যায়। আপনার খুব খারাপ লাগলে একজন মনোবিদের সাহায্য নিন। ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের কোথাও আপনি মনোবিদের সহায়তা পাবেন।

আপনার অনাগত সন্তানের জন্য শুভেচ্ছা রইল। আপনি ধৈর্য ধরুন, আপনার জন্য দোয়া রইল।

৯| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:৪৩

সয়ূজ বলেছেন: ধন্যবাদ

১০| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:৫৭

সয়ূজ বলেছেন: পরস্পরকে যোগানো সাহসটুকুই হয়তো আমাদের এই খারাপ সময় দ্রুত পার করিয়ে দেবে।

১১| ২৮ শে জুন, ২০১৮ রাত ১২:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বর্তমানে মধ্যবিত্তরা যদি ভালো চাকুরি, পিতা বা অন্য ভাইদের কোন সহযোগীতা না পায় তাহলে সংসার চালানো খুব কঠিন। তখন মনে হয় কেন বিয়ে করে আরেকটা মেয়ের জীবন নষ্ট করা হল...

১২| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

ওমেরা বলেছেন: আশাহত হবেন না সন্তান আল্লাহর রহমত আপনার সন্তানই আমার সুসময় নিয়ে আসবে। ইনশা আল্লাহ।

১৩| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ২:০১

সয়ূজ বলেছেন: ধন্যবাদ

১৪| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ২:০২

সয়ূজ বলেছেন: হয়তো। উত্তরণের চেষ্টায় আছি।

১৫| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৩

আমি ব্লগার হইছি! বলেছেন: আমার মেয়ের জন্মের সময় আমার অবস্হাও আপনার মতো ছিল। পরম করূণাময়ের দয়ায় আর নিজের চেষ্টায় আমি আবার ঘুরে দাড়িয়েছি। আপনিও পারবেন আশাকরি।

২৯ শে জুন, ২০১৮ রাত ১২:৪৭

সয়ূজ বলেছেন: ধন্যবাদ ভাই

১৬| ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:৫৭

সাাজ্জাাদ বলেছেন: ভাই, ছেলে-মেয়ে মা বাবার জন্য ভাগ্য নিয়ে আসে। আল্লাহ এই সন্তানের মধ্যে দিয়েই আপনাকে বরকত দান করবে ইনশাল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস রাখুন।

২৯ শে জুন, ২০১৮ রাত ১২:৪৯

সয়ূজ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.