নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টো পথিক

সয়ূজ

আমি কী তাই যা আমি হতে চেয়েছি? আমি কী তাই যা আমি হতে পেরেছি?

সয়ূজ › বিস্তারিত পোস্টঃ

মাহমুদুর রহমানের হাসি

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১:০৯

দুই হাজার তেরো। 'অভিশপ্ত তেরো'র মতই কুৎসিত একটা সংখ্যা। এই সংখ্যারেখার আগের এবং পরের বাংলাদেশের তফাৎটা বিস্তর। অসহিষ্ণু এবং সাম্প্রদায়িক যুগে প্রবেশের বছর। নোংরা শোনালেও 'সাম্প্রদায়িক' শব্দটা ব্যবহার করতেই হলো।
আচমকা এই সময়টার বীজ কিন্তু বোনা হয়েছিল পঁচাত্তরের পরেই। জিয়া এবং এরশাদ বীজকে সুরক্ষা দিয়েছেন। বিএনপির প্রথম টার্ম দিয়েছে পর্যাপ্ত আলো-বাতাস। আওয়ামী লীগ তাদের প্রথমবারের শাসনামলে দস্তুরমত উপেক্ষা করে গেছে সেই ছোট্ট চারার অস্তিত্ব।
আবার বিএনপি এলে পর তরতরিয়ে বাড়তে থাকে গাছ। 'ফখরুদ্দিন-মঈনুদ্দিন গং' গাছের চারপাশে বেড় দিয়ে সুরক্ষিত করে গেছে তার অস্তিত্ব।
আওয়ামী লীগ এলো। কিন্তু বীজ ততদিনে পরিপূর্ণ বৃক্ষ। গাছে ফল ঝুলছে। গাছ না কেটে ঢিল ছুঁড়ে গাছ ফলশূন্য করার খেসারতে চলে এলো দুই হাজার তেরো। মাহমুদুর রহমান তখন মসীহা। গাছের রক্ষক। বিষবৃক্ষের ফল তুলে দিতে লাগলেন দেশবাসীর হাতে।
বিষের কথা ভুলে দেশ ডুবলো বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নে। কল্লা গেলো বিষবৃক্ষের বিরুদ্ধচারণকারীদের। আবার, গাছের শুকনো ডাল-পালা, পাতা বেঁচেও দেদারসে পকেট ভারী করতে লাগলো কেউকেউ।
যুদ্ধাবস্থায়ও লাভ হতে থাকলো সরকার এবং মাহমুদুর রহমান গং এর। ফুলে ফেঁপে উঠতে থাকলো কেউকেউ। আর কল্লা হারাতে থাকলো মাথায় স্বপ্নের চাষ করা কৃষকেরা।
দেশ তো হারালো সবকিছু। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হলো বিএনপি। মাহমুদুর রহমানকে প্রতীক বানিয়ে ঝান্ডা উড়ানোর উজবুকির খেসারত আজ অবধি দিয়ে চলেছে দলটি।
গতকালকের হামলা বা জনরোষ যাই বলি তার জন্য বহুলাংশে নন প্রায় পুরোটাই দায়ী মাহমুদুর রহমান নামক অপোগণ্ডটি। গতরে রক্ত নিয়ে উনি হাসছেন। কারণ, তিনি জানেন লাল ফিতে কেটে যে দুই হাজার তেরোকে তিনি স্বাগত জানিয়েছিলেন এখন সেটাই বাংলাদেশ।
সবকিছুর পরেও কিন্তু থেকে যায়। মাহমুদুর রহমানকে শিক্ষা দিয়ে নিজেদের গায়েই আঁচড় কাটলো আওয়ামী লীগ। জনরোষ এখন সহানুভূতির ফুল হয়ে ঝড়বে ঐ মাহমুদুর রহমানের ওপরেই।
আওয়ামী লীগের হঠকারিতায় ভুগবে এবং হারবে আমাদের বাংলাদেশ।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১:৫১

চাঁদগাজী বলেছেন:



আসলেই, ছবিতে দেখছি মাহমুদুর রহমান হাসছে!

২| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ২:০৪

আশরাফুল অ্যাস্ট্রো বলেছেন: মাহমুদুর রহমানের হাসি কতটা সত্যিকারের হাসি জানিনা ,তবে বর্তমান বাংলাদেশ এর প্রতি ব্যঙ্গর চরম বহিঃপ্রকাশ । যে দেশে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্য হামলা হয় সে দেশে না হেঁসে কি উপায় আছে । হোক সে দেশের সবচে কুখ্যাত ,সবচে খারাপ তবুও তাকে রক্ষা করা ,জানমালের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের কর্তব্য । কিন্তু কোথায় সে নিরাপত্তা ,হায় বাংলাদেশ ।

৩| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ২:০৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: মাহমুদুর রহমানের উথ্থান আগেই হয়েছিল তবে ২০১৩ তে তিনি নিজের শক্তি দেখাতে পেরেছিলেন। এই একজনকেই বোধকরি আওয়ামী লীগ আর ছাত্রলীগ একটু ভয় পায়। হাজারো ডান্ডাপেটা করেও তাকে কাবু করা যাচ্ছে না। বিএনপিতে তিনি খুব জনপ্রিয় ছিলেন না, বিশেষত ২০০৮ এর নির্বাচনে অংশ গ্রহনের পক্ষে থাকা ছিল মাহমুদুর রহমানের জন্য চরম ভুল। কিন্তু পরবর্তীতে ২০১৩ এর অবদানের কারনে তিনি তার অবস্থান ফেরত পান।

৪| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:


@উম্মু আবদুল্লাহ,

২০১৩ সালে, মাহমুদুর রহমানের অবদান কি ছিলো?

৫| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৩:৫৩

উম্মু আবদুল্লাহ বলেছেন:
"@উম্মু আবদুল্লাহ, ২০১৩ সালে, মাহমুদুর রহমানের অবদান কি ছিলো?"

পোস্টেই তা রয়েছে। ২০১৩ দিয়েই পোস্ট শুরু হয়েছে।

৬| ২৩ শে জুলাই, ২০১৮ ভোর ৪:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
২০১৩ অবদান হচ্ছে পত্রিকায় নাস্তিকতার অপবাদ দিয়ে একে একে ডজন খানেক ব্লগার কুপিয়ে হত্যা।
আর সায়েদি হুজুরকে চাঁদে দেখিয়ে হাংগামা করে ৩০০ মানুষ হত্যা।

এই তার অবদান।

আর ববর্তমান পরিকল্পনা - খোলাখুলি ভাবেই বলেছেন মুক্তিযোদ্ধাদেরও ফাসি দেয়া হবে ৭১এ রাজাকার হত্যার দায়ে।

৭| ২৩ শে জুলাই, ২০১৮ ভোর ৫:১৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: ।"আর সায়েদি হুজুরকে চাঁদে দেখিয়ে হাংগামা করে ৩০০ মানুষ হত্যা।"


যাক তাও স্বীকার করছেন যে ৩০০ মানুষকে হত্যা করা হয়েছিল। কাদের গুলিতে ৩০০ মানুষ প্রান হারিয়েছিল সেটা এবার বলে ফেলুন।

৮| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৯

চাঁদগাজী বলেছেন:


জেনারেলের দলে কারা যায়? যারা মিলিটারীর বুটকে পছন্দ করে।

৯| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: ধরে নিলাম মাহমুহুদুর রহমান দুষ্টলোক।
এখন তাদের বিচার কি ছাত্রলীগ করবে?

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৪

সয়ূজ বলেছেন: অবশ্যই নয়। আজকের বাংলাদেশের দায় ছাত্রলীগের ওপরেও বর্তায়।

১০| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:

এটি পড়লে অনেক কিছু জানা যাবে
একজন মাহামুদুর রহমান

১১| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৬

কাইকর বলেছেন: রাজীব ভাইয়ের সাথে সহমত

১২| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৩

গরল বলেছেন: মাহমুদুর রহমান ব্যাপক প্রপাগান্ডা ছড়াচ্ছিল আমার দেশ এর মাধ্যমে এমনকি প্রপাগান্ডা ছড়াতে কাবা শরীফের ছবি পর্যন্ত ব্যাবহার করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.