![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেখের পাল্লায় মুগ্ধতা মাপা,
নিঃসঙ্গ ঘরামী তুমি।
দিনশেষে নিস্তরঙ্গ চুম্বনের স্বাদ মেলে
মজুরির স্বেদ ঘ্রাণে।
তবুও জীবন আরব্য রজনীর মত
কেটে যায় স্বপ্নলীলায়।
কারও জন্য আসেনা সকাল।
স্বার্থপর ভোর মানে শুধু -
সূর্যের বেদুঈন তাপ।
২| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
সয়ূজ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
রাজীব নুর বলেছেন: বাহ !!!
সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।