![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখে টাকা উপার্জন করা যায়, আমাদের বাল্যকালে এ ছিল এক অলীক কল্পনা। আর আমাকেই কিনা পেয়ে বসেছিল এই অদ্ভুত খেয়াল। তবে, অর্থ-উপার্জনের বিষয়টা সে খেয়ালের ধারে কাছেও ছিলনা। আমি বোকার মত ভাবতাম বিখ্যাত হলে কিলবিলিয়ে টাকা-পয়সা চলে অসে, আর বেখেয়ালি জীবন-যাপন করা যায়।
স্রষ্টা অবশ্য কিছুটা হলেও ইচ্ছে রেখেছেন। এই লিখেই তো পেট চালাই। তা সে চৈত্র-সেল, বর্ষা-সেল কিংবা লোকের মন ভজানো ফন্দি-ফিকির মার্কা লেখাই সই। তবে, এ পেশার সবচাইতে বড় বেকায়দা ব্যাপার হলো লোককে বোঝানো। এইতো একদিন চায়ের দোকানে, মাতবর গোছের এক সবজান্তা আমাদের কজনকে চায়ের সাথে আড্ডা দিতে দেখে বললেন, আপনারা কি করেন? সহকর্মি বেশ বুকভরে দম নিয়ে বললেন, আমরা রাইটার। সবজান্তা চোখ-মুখ কুঁচকে বললেন, রাইটার? মানে লেখক! ওহ্, দলিল লেখকের মত?
সহকর্মি ফুস্ হয়ে গিয়ে এবার রাগে ফুঁসছেন। আমি হাসিমুখে বললাম, জ্বী। ঐ দলিলই লিখি।
এ তো তাও ভালো। আরেকদিন আরেক মনুষ্যসন্তান রাইটার শুনে বললেন, ঐ যে হুমায়ূন আহমেদের মত আল্-বাল্ লেখেন?
অপমানটা আমাকে না হুমায়ূন আহমেদকে করা হলো এই ভেবে চেপে গেলাম।
সাংবাদিকতা করি শুনে আগে অনেকেই প্রশ্ন করতেন, পেশা হিসেবে কী করি। সে তুলনায় আল্-বাল্ বা দলিল লেখক হলেও পেশার তো স্বীকৃতি পেয়েছি। এই বা কম কী!
২| ২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: দেশে বেশির ভাগ লোকই মন্দ লোক।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২১
নেওয়াজ আলি বলেছেন:
দিন।