![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক টুকরো পাথর !
এক টুকরো পাথরই হয়ে গেছে হৃদয়টা।
পাথর যেমন রোঁদ, বৃষ্টি, ঝড়েও গলে পচে যায় না,
ঠিক তেমনি আমার ভেতরটারও কোন অসুখ হয় না।
আসলে কি,
অসুখ হওয়ার জায়গাটাই কখনও জন্মায়নি।
সে সম্ভাবনাটুকুও নষ্ট করেছি বহু আগেই।
আমি আমার সবটুকু ভালবাসা বাক্সবন্দী করে রাখতে চাই আমার বনলতার জন্য,
অনাদর, অবহেলা, দুঃখ কষ্টগুলো না হয় কবিতা হয়েই থাকবে।।
©somewhere in net ltd.