![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন জীবন যোদ্ধা।মধ্যবিত্ত গণ্ডীতে, অর্থডক্স পরিবারে বড় হয়ে উঠা।প্রায় ১২ বছর আগে ফ্যামিলি ছেড়ে নতুন শহরে এসেছিলাম উচ্চশিক্ষার উদ্দেশ্যে তবে আজ অনেক ডিগ্রি নিয়েও যা শিখি নি কিন্তু বাস্তবতা আমায় শিখিয়েছে তার কিছুটা আপনাদের শোনাতে চাই।আমি কোন লেখক নই,শুধুই একজন সরল ভাষায় বলে যাওয়া মানুষ ❤️
এই পৃথিবীতে আমার ধারণা মতে ঠিক দু ধরনের মানুষ থাকে।
১- যারা অন্যের সুখ হরণ করে বেচে থাকে
২- যারা অন্যকে সুখ বিলিয়ে দিয়ে বেচে থাকে
আপনার কি ধারনা আপনি ঠিক কোন দলের মানুষ?আমাদের জগত সংসারে সবাই ধান্দা করে বেড়াই সুখে থাকার জন্য, আসলে কি সত্যি সুখ বলে কিছু ধরা দেয়? আমরা যেটা করি সেটা কম্প্রোমাইজ। যে যতটা পারে সে ততটা নিজেকে রিলিফড ভাবে, সেটাই একটা সাময়িক সুখানুভব।
খুব কষ্টে থাকার পরেও সবাই আশা করে একদিন কষ্ট শেষ হবে, আর আসবে না ফিরে।
আসে না ঠিক তবে অন্য রুপে আসে।
জগতের নিয়মে আমরা সবাই এক গোলধাধায় হাতড়ে চলি শেষ পর্যন্ত।
তাই প্রত্যাশা কমান, নিজের উপর এবং অন্যের উপর।
জীবন কঠিন কিন্তু সুন্দর এবং সেটা আপনার উপর।
ভালবাসা ফ্রম কাকতাড়ুয়া ২২
©somewhere in net ltd.