![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন জীবন যোদ্ধা।মধ্যবিত্ত গণ্ডীতে, অর্থডক্স পরিবারে বড় হয়ে উঠা।প্রায় ১২ বছর আগে ফ্যামিলি ছেড়ে নতুন শহরে এসেছিলাম উচ্চশিক্ষার উদ্দেশ্যে তবে আজ অনেক ডিগ্রি নিয়েও যা শিখি নি কিন্তু বাস্তবতা আমায় শিখিয়েছে তার কিছুটা আপনাদের শোনাতে চাই।আমি কোন লেখক নই,শুধুই একজন সরল ভাষায় বলে যাওয়া মানুষ ❤️
ভালবাসার শেষ ধাপ ১
অনেক কিছুই লিখার ছিল, বলার ছিল কথা,
বলা হল না কিছুই, হয়ত বলাও হবে না তা।
জীবনে আমার কেউ ছিলনা, তুমি বিনে এক
আস্তে আস্তে হারিয়ে গেলে,এসে গেল মেঘ
না পরিবার, না বন্ধু,কাউকে চাইনি কোথাও,
ভেবেছিলাম তোমায় নিয়ে, সেই হয়ে গেলে উধাও
জীবনের মানে ঠিক কি দাঁড়াবে,ভাবছি না আর কিছু,
৭ টি বছর হারিয়ে গেল, তোমার পিছু পিছু
ভালবাসা বুঝতে বুঝতে দাড়িয়েছি শেষে
জীবন যেখানে শূন্য হেথায় ভালবাসায় পিষে
দিচ্ছি না কোন অন্যায় আবদার,দিচ্ছি না অভিযোগ
তোমার জীবনে ফুটছে আলো,অন্ধকার দূর হউক।
একদিন যেন ভাবাবে তোমায় আমি ছিলাম কে?
ভীনদেশে খুজবে তখন পাবে না আর যে।
আচরণে মানুষ বদলায়, বদলায় ভালবাসা,
তারপরেও সুখ খোজে মানুষ, মনে নিয়ে আশা।
তোমায় ছাড়া ভাবি নি কিছুই, খুজিনি কাউকে কখন,
এরি ফাকে হারিয়ে গেছ টের পাইনি তখন।
শুন্যতা যখন ধাক্কা দিল,খুজেছিলাম তোমায়,
পাইনি খুজে তোমায় আর, হারিয়ে গেছ কোথায়।
বুঝলে, জীবন শিক্ষা দিয়েই চলে যাচ্ছে বেশ,
একদিন ঠিকি শিখে নেব, সেদিন হবে শেষ।
নিজের ভিতর অন্ধকারে, আলো ছিল তুমি,
আজও ম্যাচ বক্স খুজে বেড়াই, হেরে যাইনি আমি।
কষ্ট আমায় ছুয়ে দেখে না, দুঃখ আমার কি?
ছেলে মানুষ জন্ম নিয়েই বুঝতে শিখে ছি।
ভালবাসা মন্দবাসা, সব হয়ে যায় এক,
তোমার কথা ভাবতে গেলেই, ভেঙ্গে যায় আবেগ।
চেয়ে ছিলে অনেক কিছুই, দেইনি তুমি বললে,
মানুষ আমি খারাপ বলেই, উলটো দিকে চললে।
যা হয়েছে, সব ভুলে যাও, ভাল থাকতে শিখ,
দুঃখ কখনো আসলে পরে, আমার দিকে দেখ
ভাল থেক মেঘবালিকা, তোমার জন্য এই কবিতা
স্বপ্ন ছিল অনেক কিছুই, হবে না হয়ত শেষ দেখাটা।
ইচ্ছে করে ঘুড়ির মত, উড়ে চলে যাই দূর আকাশে,
কিন্তু পাছে, পিছুটানে নিদ ছুটে যায় ভুল বাতাসে।
হয়ত মানুষ মন্দ ছিলাম, স্বার্থ ছিল না এতটুকু,
যোজন যোজন ঠেলে দিলে, একবার টি ফিরলে নাকো।
এই পৃথিবীর হিসাব খাতায় বড্ড কাচা আমি রে বাপ,
জন্ম হয়েই বুঝেছিলাম,
জন্মই আমার আজন্ম পাপ।।
রাত ৩ঃ৫০
৩/০৬/২০২২
©somewhere in net ltd.