নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Tareq Imtiaz

Tareq Imtiaz › বিস্তারিত পোস্টঃ

বেতের সোফা সেট ঢাকার কোথায় পাওয়া যায়?

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪০

আমার বাসার ড্রয়িং রুমের জন্য বেতের সোফা সেট কিনতে চাচ্ছি। বেতের সোফা সেট ঢাকার কোথায় কোথায় পাওয়া যায়, সেগুলোর দাম কিরকম এই ব্যাপারে আমার কোন ধারনা নেই। এই ব্লগের এত এত বন্ধুদের মধ্যে কেউ না কেউ হয়তো এ ব্যাপারে কিছু জানবেন। তাই এখানেই প্রশ্নটা করলাম। এই ব্যাপারে কারো কিছু জানা থাকলে আমাকে জানাবেন। ধন্যবাদ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫২

পিয়ার আহসান বলেছেন: বনানী চেয়ারম্যানবাড়ীতে কয়েকটা দোকান আছে। দোকানের পেছনেই ওদের ফ্যাক্টরি। দেখে-শুনে অর্ডার করতে পারেন।

২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৩

ইসমত বলেছেন: আপনার বাসা কোথায়?
গ্রীন রোডে বহু বছর ধরে বেত সামগ্রীর দোকান আছে। আমার জ্ঞান হওয়ার পর থেকেই সেগুলো সেখানে দেখছি।
এছাড়া আগারগাঁও-তালতলাতেও কয়েকটি দোকান আছে।
গ্রীন রোড থেকে কেনাই ভালো হবে।

২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৪

Tareq Imtiaz বলেছেন: দোকান গুলো গ্রিন রোডের ঠিক কোন জায়গায়? এটা কি গ্রিন সুপার মার্কেটের আশেপাশে নাকি আরও সামনে অর্থাৎ গ্রিন লাইফ হসপিটালের আসেপাশে?

৩| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৪

ভোরের সূর্য বলেছেন: ভাই বাসা যেখানেই হোক ভাল হয় গ্রীন রোড থেকে কেনা। ওদের ক্যাটালগ আছে। দেখে বানাতে পারেন।আমি উত্তরায় থাকি কিন্তু বানিয়েছি গ্রীন রোড থেকেই। দামেও তুলোনামূক কম পাবেন বনানী থেকে।

৪| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩০

রাতুল রেজা বলেছেন: গ্রীণ রোডে রয়েছে বেতের দোকান। পান্থপথ সিগ্ন্যাল সংলগ্ন সাইফুরস এর সামনে এবং আশেপাশে।

৫| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৪

পরোবাশি২০১৩ বলেছেন: I want to buy too. Please give some idea about price for a four-chair set. Any web address? Thanks

৬| ২৩ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:১১

Tareq Imtiaz বলেছেন: পরামর্শ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আজ আমি গ্রিন রোড গিয়ে বেতের সোফা দেখে এসেছি। আরেক দিন গিয়ে কিনে আনবো ইনশাহ্ আল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.