নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এবং আমরা

বই পড়তে ভালোবাসি।

ছেলেমানুষ_

বই পড়তে ও স্বপ্ন দেখতে ভালবাসি । পেশায় ছাত্র শিক্ষক দুটোই। মাস্টার্স করছি এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে আছি ৮-৯ মাস হল। অনেক অনেক কিছু লিখতে ইচ্ছে হয়। কত-শত মানুষ, কত হাসি, কত গান, কত দুঃখ! কিন্তু হায়, লেখক হিসেবে আমার ক্ষমতা খুবই সীমিত! সাহিত্যের কিছু বুঝি না। যা ভালো লাগে তাই পড়ি। অনুগ্রহ করে ভুল গুলো ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ।

ছেলেমানুষ_ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি, সন্ধ্যা আর কদম ফুলের গল্প (কবিতা)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

মনে পরে সেই বৃষ্টি সন্ধ্যার কথা?

তোমার ঘরের জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ।

তুমি তোমার ঘরে আসছিলে না মোটেও,

কি জানি কি কাজে ব্যস্ত ছিলে অন্যদিকে।

ভিজে জবজবে হয়ে ছিলাম, সাথে ফ্রি মশার কামড়;

রাগ হচ্ছিল খুব।

ভাগ্যিস ওটা নিচতলা ছিল,

দু’তলা হলে অতক্ষণ ঝুলে থাকা অনেক কষ্টকর হত!



আমার হাতে ছিল কিছু কদম ফুল।

সেবার আমাদের শহরে ওই কদম গাছটাতেই প্রথম ফুল ফুটেছিল।

তুমি যখন ঘরে ঢুকলে, মনে হল ঘরটা আলোয় ভরে গেল।

সোনালি রঙের কামিজ আর গাঢ় লাল রঙের পাজামা ছিল পরনে,

চুলগুলো এলোমেলো, রান্নাঘরে ছিলে বোধহয়।

খুব সুন্দর লাগছিল তোমায়।

প্রথমে খুব ভয় পেয়েছিলে তুমি,

বুঝতে পারো নি যে ওটা আমি!



খুব খুশি হয়েছিলে তুমি ফুল গুলো পেয়ে,

তুমি ফুল গুলো দেখছিলে, আমি দেখছিলাম তোমায়।

তারপর জানালার বাইরে থেকেই গালে গাল ঠেকিয়ে দাঁড়িয়ে ছিলাম আমরা।

আমি ঠকঠক করে কাঁপছিলাম ঠাণ্ডায়,

তুমি শক্ত করে ধরে ছিলে আমার হাত।



তোমার মনে আছে?

মনে আছে সেই বাদল দিনের প্রথম কদম ফুল?

খুব নাটুকে হয়ে যাচ্ছি, না?

তোমার বোধহয় মনে নেই, তাই না?

কী আর করা...

যদি হৃৎপিণ্ড কেটে লাল রক্তের ধারায় স্মৃতি গুলো ধুয়ে-মুছে রাখতে,

তাহলে ঠিক মনে থাকতো,

আমার যেমন আছে।

ধুলো জমতো না একটুও।



আর ভাল লাগছে না,

কষ্ট হচ্ছে খুউব।



আজ তাহলে উঠি,

ভাল থেকো তুমি.........

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

নীল ভোমরা বলেছেন:
হয়তো ভালই হয়েছে...সুখপাঠ্য। কবিতা বরাবরই আমার কাছে দূব্যোধ্য!.... তাই ভাল/মন্দ মন্তব্য না করাই ভাল।

হ্যাপি ব্লগিং...শুভকামনা!

২| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

ছেলেমানুষ_ বলেছেন: অনেক ধন্যবাদ নীল ভোমরা ভাই। আমিও কবিতা কিছু বুঝি না :) মুলত গল্প লেখার চেষ্টা করি।

ব্লগিং করতেই তো চাই কিন্তু কবে যে সেইফ হব :(
১ মাস ৩ দিন হয়ে গেল.....
শুভকামনা জানবেন.....

৩| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভালো লাগা দিলাম.....হয়তো সহসাই লিখে ফেলবেন..সুন্দর কোন কবিতা.......শুভকামনা থাকলো ।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৪

ছেলেমানুষ_ বলেছেন: আমার ব্লগ ঘুরে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই। ভাল থাকুন সবসময়।

৪| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মনে আছে।

যদি হৃৎপিণ্ড কেটে লাল রক্তের ধারায় স্মৃতি গুলো ধুয়ে-মুছে রাখতে,
তাহলে ঠিক মনে থাকতো

প্রিয়তে.....

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

ছেলেমানুষ_ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আমার ব্লগ ঘুরে যাওয়ার জন্য। কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল। শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.