নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এবং আমরা

বই পড়তে ভালোবাসি।

ছেলেমানুষ_

বই পড়তে ও স্বপ্ন দেখতে ভালবাসি । পেশায় ছাত্র শিক্ষক দুটোই। মাস্টার্স করছি এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে আছি ৮-৯ মাস হল। অনেক অনেক কিছু লিখতে ইচ্ছে হয়। কত-শত মানুষ, কত হাসি, কত গান, কত দুঃখ! কিন্তু হায়, লেখক হিসেবে আমার ক্ষমতা খুবই সীমিত! সাহিত্যের কিছু বুঝি না। যা ভালো লাগে তাই পড়ি। অনুগ্রহ করে ভুল গুলো ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ।

ছেলেমানুষ_ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের গভীর থেকে আরো গভীরে...

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৩

আমি এসেছিলাম এখানে,

হেঁটেছিলাম এই পথ ধরে,

শুকনো পাতাগুলো মাড়িয়ে, সন্ধ্যার আলো গায়ে মেখে,

বসেছিলাম এই ঘাটে, এই নদীর তীরে,

বহু বছর আগে, কোন এক দিনে।



আমি এসেছিলাম তোমাদের মাঝে,

ভালবেসেছিলাম তোমাদের,

তোমরা বেসেছিলে মোরে।



আবার এসেছি আমি;

চিনতে পারো আমায়?

আমি ভুলিনি কিছু, চিনেছি সবই।



আবার আমি হেঁটে যাই এই পথ ধরে,

মাটির রাস্তা এখন পাকা হয়েছে,

গাছগুলো সব পালিয়েছে,

নদী মৃতপ্রায়,

বুনোফুলগুলো অদৃশ্য হয়েছে লজ্জায়।



মানুষগুলো?

একইরকম আছে বলেই তো মনে হচ্ছে,

চিনতে পারছি তো সবাইকে।

এই যে ভাই, তুমি রহিম মাঝি না?

একইরকম মুখ, কপালের রেখা, চৌকো চোয়াল;

কিন্তু কোথায় জানি মিলছে না!

উঁহু, তুমি সে নও,

তুমি বড্ড কেমন জানি।



কোন কিছুই যে মিলছে না আর,

মনটা অনেক খারাপ হয়ে গেল,

ভাই, তোমরা থাকো, আমি যাই চলে,

যেতে হবে অন্য কোন খানে।



আবার আমি হাঁটবো সেই পথ ধরে,

বসব নদী তীরে, গাইব সুখের গান।

স্বপ্নের গভীর থেকে আরো গভীরে,

আমায় তোমরা চিনবে তো? মনে রাখবে তো আমায়?

ভুলে যেও না যেন, ঠিক তো?

স্বপ্নের গভীর থেকে আরো গভীরে,

হারানো পথ খুঁজে ফিরি একা।

তোমরা সব কোথায় গেলে?

স্বপ্নের গভীর থেকে আরো গভীরে,

বুনো ঝোপের আড়াল থেকে আশ্চর্য এক নীল ফুল ফুটে ওঠে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.