নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এবং আমরা

বই পড়তে ভালোবাসি।

ছেলেমানুষ_

বই পড়তে ও স্বপ্ন দেখতে ভালবাসি । পেশায় ছাত্র শিক্ষক দুটোই। মাস্টার্স করছি এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে আছি ৮-৯ মাস হল। অনেক অনেক কিছু লিখতে ইচ্ছে হয়। কত-শত মানুষ, কত হাসি, কত গান, কত দুঃখ! কিন্তু হায়, লেখক হিসেবে আমার ক্ষমতা খুবই সীমিত! সাহিত্যের কিছু বুঝি না। যা ভালো লাগে তাই পড়ি। অনুগ্রহ করে ভুল গুলো ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ।

ছেলেমানুষ_ › বিস্তারিত পোস্টঃ

গাজী চাচা তুমি মরে গেলে কেন?

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২১

সেদিন রাতে একটা স্বপ্ন দেখব বলে ঘুমিয়েছিলাম
স্বপ্নটা দেখা হয় নি,
স্বপ্নটা আমি অনেকদিন ধরে দেখার চেষ্টা করছি,
কিন্তু দেখতে পাই না যে কিছুতেই!

ছোটবেলায় আমাদের পাড়ায় রহিম গাজী নামে
এক স্বপ্ন বিক্রেতা ছিল,
এক টাকার স্বপ্ন, দুই টাকার স্বপ্ন, দশ টাকার স্বপ্ন।
সমুদ্রে জাহাজ চালানো স্বপ্ন ছিল পাচ টাকা,
পাখি হওয়ার স্বপ্ন ছিল সবচেয়ে বেশি, দশ টাকা।
এমন কোনদিন হয়নি রহিম গাজীর কাছ থেকে কেনা স্বপ্ন না দেখা থেকেছে।

গাজী চাচা, আমি আর একটা স্বপ্ন দেখতে চাই,
তুমি এমন আগেই মরে গেলে কেন?
আমার যে এই স্বপ্নটা দেখা খুব জরুরী।

বেশি কিছু তো চাই নি,
একটা ঘুম, যে ঘুম কখনো ভাঙবে না,
একটা বড় বন, অনেক গাছপালা আর লাল, নীল, হলুদ সবুজ পাতা
একটা সকাল কিংবা একটা বিকেল শেষের বেলা
একটা, দুইটা কিংবা অনেকগুলো ঘাস ফুল
একটা পাথর, আরাম করে বসা যায় এমন
আর থাকবি তুই, আমার সাথে, আমার পাশে।

সেই জনহীন বনে তুই আর আমি আর একটা অনন্ত কাল,
একটা দুটো কিংবা অনেকগুলো পাখি ডাকুক,
বিকেল শেষের আলোটা পড়ুক তোর মুখে,
কয়েক ফোটা শিশির গড়িয়ে যাক পাতা থেকে পাতায়,
টুপ টাপ, টুপ টাপ.....

গাজী চাচা তুমি মরে গেলে কেন?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



ওকে, ওকে, আমি কোথায়ও যাইনি

২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


কবি টবি নিয়ে বিপদেই আছি

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার কবিতা।শুভ কামনা জানবেন।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

ছেলেমানুষ_ বলেছেন: এদ্দিন পর চাচা আপনারে পাইছি। কুনো ছাড়াছাড়ি নাই।

আমার ব্লগে স্বাগতম। ভাল থাকুন সবসময়।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

ছেলেমানুষ_ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.