নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রংধনু প্রকৃতি

শাবা

হাসতে হাসতে বেদনা ভোলা চাই.... আমি হেঁটে বেড়াই সীমাবদ্ধ পৃথিবী ফুরিয়ে যায়। সত্যের ভূবনে সবই সত্য শুধু মিথ্যা আমার অস্তিত্ব। * শামীমুল বারী নামে আমার অন্য একটি ব্লগ রয়েছে।

শাবা › বিস্তারিত পোস্টঃ

শব্দমালা

০৯ ই জুন, ২০১২ দুপুর ১:১২

শব্দ-

অতি ক্ষুদ্র

রূপ নেই, গন্ধ নেই, একটি উচ্চারণ।

হয়তো তুচ্ছ এক নীচুতর ব্যাঞ্জনা-

কত নিরীহ-গোবেচারা

পথে-ঘাটি-হাটে নিয়ত উচ্চারিত

ইচ্ছেমত যেন তেন ব্যবহৃত

অধিন বাধ্য এক পরাভব সত্বা।

কখনো শৃংখলিত

নিষিদ্ধ জনপদে জনপদে

কখনোবা প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত

হারিয়ে যাওয়া বিস্মৃত এক সত্বা।



আবার এটমসম কণিকা সে

মূহুর্তে বিস্ফোরিত হয়,

ঝড় তুলে মাঠে-ময়দানে

অলিতে-গলিতে, পাড়ায়-মহল্লায়

গ্রামে-গঞ্জে, শহরে-নগরে

সব ভেঙ্গে চুরমার করে নিয়ে আসে

মুক্তি..... মহামুক্তি।



শব্দ-

ক্ষুদ্র নয়

স্রোতস্বী নদীর মত সদা প্রবাহিত

সৃষ্টি নন্দন সত্বা এক।

চাষ করে চলে অনবরত

জন্ম দেয় জ্ঞান-বিজ্ঞান

কাব্য-ইতিহাস-দর্শন কত কী!



চলে শব্দের শাসন-

যখন পাখিদের গানে ঘুম ভেঙ্গে যায়

মৃদুমন্দ বাতাস এসে কান জুড়িয়ে দেয়

শব্দ তখন চুপি চুপি হেসে ওঠে-

কোন এক অজ্ঞাত বাণী শুনিয়ে নিঃশ্বাস ফেলে।



পৃথিবী শব্দময়

মহাবিশ্বের এক অকৃত্রিম আকৃতি।



শব্দ এক রূপান্তরিত সময়ের প্রকাশ

কাল মহাকালের সংযোজনী

আত্মার আকুতি

হৃদয়ের কান্না

মায়া মমতা

আনন্দ ভালবাসা

শব্দ

শব্দ

শুধুই শব্দ...।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১২ দুপুর ২:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শব্দ-
ক্ষুদ্র নয়
স্রোতস্বী নদীর মত সদা প্রবাহিত
সৃষ্টি নন্দন সত্বা এক।
চাষ করে চলে অনবরত
জন্ম দেয় জ্ঞান-বিজ্ঞান
কাব্য-ইতিহাস-দর্শন কত কী!,,,,,,,,,,,,,,,,,,, দারুন লিখেছেন

০৯ ই জুন, ২০১২ দুপুর ২:৫৮

শাবা বলেছেন: ধন্যবাদ আপু।

২| ১১ ই জুন, ২০১২ ভোর ৪:১০

শোশমিতা বলেছেন: শব্দ-
ক্ষুদ্র নয়
স্রোতস্বী নদীর মত সদা প্রবাহিত
সৃষ্টি নন্দন সত্বা এক।
চাষ করে চলে অনবরত
জন্ম দেয় জ্ঞান-বিজ্ঞান
কাব্য-ইতিহাস-দর্শন কত কী!

চমৎকার!
অনেক ভালো লাগলো আপু +

১১ ই জুন, ২০১২ রাত ১০:০৫

শাবা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু।

৩| ১২ ই জুন, ২০১২ রাত ১২:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শব্দ নিয়ে চমৎকার কবিতা।
ভালো লাগলো।

১২ ই জুন, ২০১২ দুপুর ২:৫৭

শাবা বলেছেন: আমার অনেকগুলো কবিতা পড়ে মন্তব্য দিয়েছেন। সত্যই কৃতজ্ঞ। আপনার প্রতি শুভ কামনা রইলো।

৪| ১২ ই জুন, ২০১২ সকাল ৯:৪৪

sushama বলেছেন: শব্দ
শব্দ।
শুধুই শব্দ

অসাধারণ আপুনি

১২ ই জুন, ২০১২ বিকাল ৩:০৩

শাবা বলেছেন: ধন্যবাদ sushama

৫| ২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

নীল-দর্পণ বলেছেন: চমৎকার লাগল

৬| ২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

নীল-দর্পণ বলেছেন: চমৎকার !

৭| ২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

নীল-দর্পণ বলেছেন: চমৎকার !

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

শাবা বলেছেন: ধন্যবাদ নীল-দর্পণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.