![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসতে হাসতে বেদনা ভোলা চাই.... আমি হেঁটে বেড়াই সীমাবদ্ধ পৃথিবী ফুরিয়ে যায়। সত্যের ভূবনে সবই সত্য শুধু মিথ্যা আমার অস্তিত্ব। * শামীমুল বারী নামে আমার অন্য একটি ব্লগ রয়েছে।
প্রিয়মুখ যখন ম্রিয়মান থাকে
থাকে মলিন, ব্যথায় কাতর-
বেদনাভা বার বার ফুটে ওঠে
ওষ্ঠযুগল শুষ্ক থাকে
ক্রন্দনরেখা সুপ্ত রেখে
ভুলতে চায় সব কাতরতা,
নীরদবরণ চেহারায় থাকে না কোন দ্যুতি,
নিবে যায় সব আলো-আভা-জ্যোতি।
নীল বেদনার বিষাক্ত ছোবল
যে দেখেছে
যে বুঝেছে
হৃদয়ে তার হয়েছে রক্তক্ষরণ।
কষ্ট হাসি আর কথকতা
বাড়িয়ে দেয় যে মনোব্যথা
মনের গহীনে ধুমায়িত যত কান্না
জমে হয় কত হীরক-মোতি-পান্না।
যখন প্রিয়মুখের মন প্রাণ
উচ্ছ্বল-উজ্জ্বলতায় উজাড় থাকে
সুখ সুখ ওম তখন
এখানে ওখানে ঘুর ঘুর করে।
২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮
শাবা বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি। আসলে প্রিয়জনের সুখ-দুঃখের সঙ্গী হতে পারাটা বড় কথা।
২| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
বোকামন বলেছেন:
মনের গহীনে ধুমায়িত যত কান্না
জমে হয় কত হীরক-মোতি-পান্না।
চমৎকার লিখেছেন । প্রিয় মুখে হাসি লেগে থাকুক ..
+
২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
শাবা বলেছেন: ধন্যবাদ ভাই, হ্যাঁ সবার প্রিয় মুখে হাসি লেগে থাকুক....
৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮
জুন বলেছেন: নীল বেদনার বিষাক্ত ছোবল
যে দেখেছে
যে বুঝেছে
হৃদয়ে তার হয়েছে রক্তক্ষরণ।
অনেক ভালোলাগলো শাবা
+
২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
শাবা বলেছেন: ধন্যবাদ আপু। ভাল লেগেছে জেনে খুব ভাল লাগলো।
৪| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১
অদ্বিতীয়া আমি বলেছেন: নীল বেদনার বিষাক্ত ছোবল
যে দেখেছে
যে বুঝেছে
হৃদয়ে তার হয়েছে রক্তক্ষরণ
বেশ ভালো লাগলো ।
২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
শাবা বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া আমি। আমরা সবাই কম-বেশি এ অনুভূতির সাথে জড়িত।
৫| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
ভালো লাগা জানুন।
২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩২
শাবা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমার শুভেচ্ছা জানবেন।
৬| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪২
বৃতি বলেছেন: প্রিয়জনকে নিয়ে কিছু সত্যিকার অনুভূতির প্রকাশ, চমৎকার লাগলো শাবা। কবিতায় ভাল লাগা জানবেন ।
২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮
শাবা বলেছেন: সত্যি প্রিয়জন আমাদের আনন্দ ও উৎসাহের কারণ। আমাদের জীবনের গতিপথ প্রিয়জন দ্বারা সব সময় প্রভাবিত।
ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম।
৭| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
ধূর্ত উঁই বলেছেন: নীল বেদনার বিষাক্ত ছোবল
যে দেখেছে
যে বুঝেছে
হৃদয়ে তার হয়েছে রক্তক্ষরণ।
বেশি ভাল লাগলো। সুন্দর হয়েছে।
২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
শাবা বলেছেন: ধন্যবাদ ধূর্ত উঁই ।
৮| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
যখন প্রিয়মুখের মনপ্রাণ
উচ্ছল-উজ্জ্বলতায় উজাড় থাকে
সুখ সুখ ওম তখন
এখানে ওখানে ঘুর ঘুর করে।
কথাগুলো ভালো লাগলো।
প্রিয়মুখে সব সময় হাসি লেগে থাকুক, এই কামনা থাকলো।
২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১১
শাবা বলেছেন: আসলে আমি জানি না আমার লেখাগুলো কোন কবিতা হচ্ছে কি না? মনের আনন্দ বেদনাই শুধু প্রকাশ করছি।
কষ্ট করে আমার অন্য কবিতা পড়ে কবিতার মানদণ্ডের ক্ষেত্রে আপনার মূল্যায়ণ পেলে কৃতজ্ঞ হবো।
সামুতে নতুন আরেকটি পোস্ট দিচ্ছি।
৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
লাবনী আক্তার বলেছেন: নীল বেদনার বিষাক্ত ছোবল
যে দেখেছে
যে বুঝেছে
হৃদয়ে তার হয়েছে রক্তক্ষরণ।
দারুন লিখেছেন।
২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১
শাবা বলেছেন: আমার কথা রাখার জন্য ধন্যবাদ লাবনী আক্তার।
এ কবিতাকে কি গানে রূপান্তর করা যাবে?
ভেবে জানালে কৃতজ্ঞ থাকবো।
১০| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৩
না পারভীন বলেছেন: প্রিয় মুখের বেদনা আসলেই সহ্য করা যায় না ।
প্রিয়মুখ ভাল থাকুক আপনিও ভাল থাকুন । শুভ নববর্ষ ১৪২১
১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৫
শাবা বলেছেন: শুভ নববর্ষ ১৪২১।
সারা বছর এবং অনন্তকাল আপনার শুভ হোক, সুখের হোক।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯
স্বপ্নবাজ অভি বলেছেন: নীল বেদনার বিষাক্ত ছোবল
যে দেখেছে
যে বুঝেছে
হৃদয়ে তার হয়েছে রক্তক্ষরণ।
চমৎকার লিখেছেন !