![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসতে হাসতে বেদনা ভোলা চাই.... আমি হেঁটে বেড়াই সীমাবদ্ধ পৃথিবী ফুরিয়ে যায়। সত্যের ভূবনে সবই সত্য শুধু মিথ্যা আমার অস্তিত্ব। * শামীমুল বারী নামে আমার অন্য একটি ব্লগ রয়েছে।
যখন বিদায় নেবে জল তরঙ্গ মেঘমালা
সন্ধ্যার মৃদু আলোয় পৃথিবী ভরবে
পাখিদের গুঞ্জনে মৌনতা ভাঙবে
দেখা হবে দু'জনার ঝংকিত এ সাঁঝ-বেলা।
মনে করে দেখ সে দিনের সূর্যপীড়ন দুপুরের কথা
হারানো কথাগুলো বলতে দ্বিধা
ভাবের জোয়ার বয়, নড়ে না ঠোঁট
রৌদ্রদগ্ধ মন নিয়ে ফিরে আসার কত ব্যথা।
দুজন চলেছে একই ভাবে, হয় না তার প্রসন্ন প্রকাশ
বুঝে, বলা যায় না
দেখে, কথা হয় না
চলেছে একই মেরুতে, নেই তার অন্য প্রকাশ।
অনুভবে কতদিন চলা যায়, ভাব সমুদ্রে জাগে চর-
একদিন কথা হবে নিশ্চয়, কেটে যাবে অনেক ভর।
০৮.০৭.২০০৩
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬
শাবা বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি। ভালো লেগেছে জেনে খুশি হলাম।
২| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা!
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪
শাবা বলেছেন: সুন্দর হয়েছে কি না বলতে পারবো না। তবে একটু ভিন্ন ছন্দে লিখতে চেয়েছিলাম।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
সুমন কর বলেছেন: সুন্দর !
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
শাবা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৬
এ. আর. আশিক বলেছেন: কথা হয় না
চলেছে একই মেরুতে, নেই তার অন্য প্রকাশ।
লাইনটা বেস্ট ছিলো
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১
শাবা বলেছেন: আসলে এ কবিতার প্রথম স্তবকটি বক্তব্যের ফলাফল বলা যায়। একটু ভিন্ন আঙ্গিকে লিখতে চেয়ছিলাম আর কি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
লাবনী আক্তার বলেছেন: মনে করে দেখ সে দিনের সূর্যপীড়ন দুপুরের কথা
হারানো কথাগুলো বলতে দ্বিধা
ভাবের জোয়ার বয়, নড়ে না ঠোঁট
রৌদ্রদগ্ধ মন নিয়ে ফিরে আসার কত ব্যথা।
খুব ভালো লাগল।
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৩
শাবা বলেছেন: ধন্যবাদ লাবনী আক্তার। অন্য কবিতাগুলো পড়ার আমন্ত্রল রইলো।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪০
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো
২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
শাবা বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ মাসুম আহমদ।
৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগল ।
২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
শাবা বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন।
৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২১
সেলিম আনোয়ার বলেছেন: অনুভবে কতদিন চলা যায়, ভাব সমুদ্রে জগে চর-
একদিন কথা হবে নিশ্চয়, কেটে যাবে অনেক ভর।
দারুণ লাগলো।
২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
শাবা বলেছেন: আপনাকে বিভিন্ন জায়গায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে দেখেছি। এখন আমার কবিতা পড়ে মন্তব্য করেছেন। বেশ উৎসাহবোধ করছি।
৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭
অদৃশ্য বলেছেন:
দারুন প্রকাশ... মুগ্ধপাঠ
শুভকামনা...
২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
শাবা বলেছেন: আপনার মুগ্ধপাঠ আমাকে উৎসাহিত করেছে।
আপনারও শুভ কামনা...
১০| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
মুগ্ধ
২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০
শাবা বলেছেন: ধন্যবাদ কান্ডারি অথর্ব ।
১১| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে ||
২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
শাবা বলেছেন: চাঁদ (মুন) যদি বলে সুন্দর তাহলে তো আর কথাই নেই।
১২| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: ভালো লাগা রইলো।
২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
শাবা বলেছেন: ধন্যবাদ আপা।
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪
কানিজ ফাতেমা বলেছেন: আমার খুব ভালো লেগেছে ~ ভাগ্যিস আমন্ত্রণ করেছিলেন নইলে হয়তো এতো সুন্দর কিছু পেতাম না এখানে .।.।.।। ধন্যবাদ
২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
শাবা বলেছেন: সত্যি মন্তব্য পড়ে ভাল লাগলো।
আপনার লেখাও সুন্দর।
শুভ কামনা।
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
গগণজয় বলেছেন: ভালো লাগলো।
২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
শাবা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ গগণজয়।
১৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
এম মশিউর বলেছেন: 'ভাব সমুদ্রে জগে চর'
এ 'জগে চর' না হয়ে 'জাগে চর' হবে হয়তো!
এতো সুন্দর সুন্দর কবিতা লেখেন কিভাবে?
কবিতা পাঠে মুগ্ধ!
২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০
শাবা বলেছেন: ঠিক ধরেছেন, 'জাগে চর'-ই হবে। টাইপিং মিস্টেক হয়েছে। শুধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
আপনার মুগ্ধতা আমাকে উৎসাহিত করেছে।
১৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৭
শাবা বলেছেন: ধন্যবাদ র্আশরাফুল ইসলাম দূর্জয়।
অনন্ত শুভ কামনা রইল।
১৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫১
সোমহেপি বলেছেন: চরের সাথে ভর ব্যাপারটা ভালো লাগে নাই।
ভোর দিলেও কিন্ত্ত হত।
ভাল লাগা রইল।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১
শাবা বলেছেন: দু:খিত, দেরীতে উত্তর দেয়ার জন্য। এই কয়দিন অনেক চেষ্টা করেও সামুতে লগ ইন হতে পারে নি।
পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। আপনি হয়তো চরে ভোর কাটানোর অর্থ বুঝাতে চেয়েছেন। কিন্তু আমি অন্য অর্থ করতে চেয়েছিলাম। এ কবিতা অনেক আগের লেখা। আমার যতদূর মনে পড়ে, আমি তখন ভর দ্বারা চাপ বুঝাতে চেয়েছি। অর্থাৎ এই যে কথা বলতে না পারার যে চাপ বা বেদনা, তা অনেকটা কেটে যাবে।
তবে এ লাইনটার ব্যাপারে আমার যথেষ্ঠ আপত্তি আছে :
``দেখা হবে দু'জনার ঝংকিত এ সাঁঝ-বেলা''
এর ছন্দ ও শব্দ প্রয়োগ সুন্দর হয় নি। আমি হয়তো যে কোন সময় এ লাইন পরিবর্তন করে ফেলবো।
১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫১
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: মনে করে দেখ সে দিনের সূর্যপীড়ন দুপুরের কথা
হারানো কথাগুলো বলতে দ্বিধা
ভাবের জোয়ার বয়, নড়ে না ঠোঁট
রৌদ্রদগ্ধ মন নিয়ে ফিরে আসার কত ব্যথা।
সুন্দর!
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪
শাবা বলেছেন: আমার ব্লগে স্বাগতম।
আপনার আরো আরো লেখা কামনা করি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪
আরজু পনি বলেছেন:
কবিতাটা পড়ে মনটা ভরে গেল শাবা ।
অনেকদিন পর ব্লগে এলেন সম্ভবত ।
আশা করি নিয়মিত হবেন ।
শুভকামনা রইল ।।
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯
শাবা বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভীষণ খুশি হয়েছি। আমি আশা করছিলাম আমার এই প্রিয় আপু কবে আমার ব্লগে কথা বলবেন। হ্যাঁ, আমি অনেকদিন পর এসেছি। তারপর ৩টি পোস্ট দিয়েছি। আর ভাবছিলাম আপু কবে এসে দেখবেন।
আচ্ছা আপু, পরিচিত ব্লগারদের ই-মেল এড্রেস কিভাবে পেতে পারি, যাতে নতুন পোস্ট দেয়ার সময় পোস্টটি তাদের ই-মেলে পৌঁছে যায়।
২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৬
অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর !
ভাল লাগা জানিয়ে গেলাম ।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৬
শাবা বলেছেন: ধন্যবাদ আপু।
শুভ কামনা রইল।
২১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৩
শায়মা বলেছেন: সুন্দর!!!
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
শাবা বলেছেন: ধন্যবাদ আপু।
২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
হানিফ রাশেদীন বলেছেন: এটা ভালো লেগেছে।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮
শাবা বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ।
২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩
বাকপ্রবাস বলেছেন: কেটে যাবে অনেক ভর....................হুম কাটতে গিয়ে ভর করে ভরে ভরের উপর
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫
শাবা বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। কিন্তু কী বলতে চেয়েছেন বুঝতে পারিনি।
২৪| ২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০১
নীল-দর্পণ বলেছেন: দুজন চলেছে একই ভাবে, হয় না তার প্রসন্ন প্রকাশ
বুঝে, বলা যায় না
দেখে, কথা হয় না
চলেছে একই মেরুতে, নেই তার অন্য প্রকাশ।
অনুভবে কতদিন চলা যায়, ভাব সমুদ্রে জাগে চর-
একদিন কথা হবে নিশ্চয়, কেটে যাবে অনেক ভর।
সত্যিই ত....
২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:১২
শাবা বলেছেন: ধন্যবাদ নীল-দর্পণ।
আসলে আমাদের পৃথিবীটা খুবই ছোট, এখানে যদি ভালবাসায় পূর্ণ হয়ে না থাকা যায়, তাহলে সবই ব্যর্থ।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !~