![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসতে হাসতে বেদনা ভোলা চাই.... আমি হেঁটে বেড়াই সীমাবদ্ধ পৃথিবী ফুরিয়ে যায়। সত্যের ভূবনে সবই সত্য শুধু মিথ্যা আমার অস্তিত্ব। * শামীমুল বারী নামে আমার অন্য একটি ব্লগ রয়েছে।
খোকা ধরছে বায়না
চিপস চকলেট পায় না
দুধ ভাত চায় না
রাগ করে খায় না।
আম্মু বলেন, এসো বাবা
বলো তুমি কী কী খাবা
আব্বু বলেন, মারবো থাবা
খাস না কেন, কিরে হাবা?
আম্মু বাবায় থামিয়ে বলে
এমন করে বললে চলে?
খোকা কথা কয় না
কিছুতে যে হয় না,
আর তো পেটে সয় না
শেষে রাগ রয় না।
০৭.১২.২০১৩
২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
শাবা বলেছেন: ধন্যবাদ দূর্জয় ভাই। ভাল লেগেছে জেনে খুশি হয়েছি।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২
সুমন কর বলেছেন: আধুনিক ছড়া। মরবো থাবা = মারবো হবে।
২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
শাবা বলেছেন: ধন্যবাদ, ঠিক করে দিয়েছি।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৫
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫
শাবা বলেছেন: ধন্যবাদ হানিফ রাশেদীন।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪
হানিফ রাশেদীন বলেছেন:
শব্দটি পরিবর্তণ করা হলো, প্লিজ : Click This Link
২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭
শাবা বলেছেন: আমি পড়েছি, এবার ভালোই লাগছে।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
িফল্ড মার্শাল বলেছেন: অপূর্ব, সুন্দর । আরো লেখা চাই নিয়মিত ।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
শাবা বলেছেন: ধন্যবাদ ভাই।
আমার অন্য লেখাগুলো কি দেখেছেন।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৪
শাবা বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার।
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১
হাসান মাহবুব বলেছেন: সুন্দর ছড়া।
২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
শাবা বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ভাল লেগেছে...........
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮
শাবা বলেছেন: ধন্যবাদ বাকপ্রবাস, ।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩
নীল ভোমরা বলেছেন:
বাহ!..... সুন্দর ছড়া!
যাদের ঘরে নাইকো কোন
ভাতের জোগাড়
সেই খোকাদের কস্ট...
বুঝতে হবে এই খোকার!
বুঝবে খোকা যবে
সেদিন খোকা খাবে
সব খোকারাই সেদিন বুঝি
পাতে খাবার পাবে!
শুভকামনা!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২
শাবা বলেছেন: ঠিক ধরেছেন, ভাই।
এই খোকারা বুঝবে যখন
ভাত জোগাড়ে কত কষ্ট
খাবে তারা ঠিকই তখন
করবে না আর সময় নষ্ট।.....
আপনারও শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভাল্লাগছে।