![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসতে হাসতে বেদনা ভোলা চাই.... আমি হেঁটে বেড়াই সীমাবদ্ধ পৃথিবী ফুরিয়ে যায়। সত্যের ভূবনে সবই সত্য শুধু মিথ্যা আমার অস্তিত্ব। * শামীমুল বারী নামে আমার অন্য একটি ব্লগ রয়েছে।
চিড়িয়াখানায় ময়ূরগুলো পেখম মেলেছে
যেন ফুল ফুটেছে, চাঁদ হেসেছে
দেখতে সবাই ভীড় করেছে।
নাচছে ময়ূর পেখম তুলে
দেখছে ছোটন ক্ষুধা ভুলে।
এদিক ঘোরে সেদিক ঘোরে
দেখতে সবাই ছুটছে জোরে।
নাচছে ময়ূর তালে তালে
উড়ছে ময়ূর ডালে ডালে।
তাই না দেখে খোকা-খুকুর
খুশি দেখে কে ?
খুশির তালে খোকা-খুকু
নাচতে লেগেছে।
২২.০২.২০১৪
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯
শাবা বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল লেগেছে জেনে খুশি হলাম।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩
এম এ কাশেম বলেছেন: চমৎকার ছড়া।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯
শাবা বলেছেন: ধন্যবাদ এম এ কাশেম।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩
শাবা বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি। অ্যালান পো-এর শ্রেষ্ঠ কবিতা ‘দ্যা র্যাভেন’-এর অ্নুবাদ আমন্ত্রণ রইল।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১
নীল ভোমরা বলেছেন: বাহ!.....ছোটদের ছড়া!...বেশ সুন্দর!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৬
শাবা বলেছেন: ধন্যবাদ নীল ভোমরা।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪
বাকপ্রবাস বলেছেন: সুন্দর, ছোটদের জন্য লিখার আমন্ত্রণ রইল, যদি সময় হয় ঘুরে আসবেন, চাচ্ছিলাম শিশু বিষয়ক কিছু লিখার, ভাল লাগলে লিখবেন এখানে Click This Link
০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৮
শাবা বলেছেন: ধন্যবাদ ভাই। লেখার ইচ্ছা আছে, তবে কিভাবে সেখানে লেখবো?
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩
কাজী দিদার বলেছেন: ভাল লেগেছে আমার ভাললেগেছে