![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসতে হাসতে বেদনা ভোলা চাই.... আমি হেঁটে বেড়াই সীমাবদ্ধ পৃথিবী ফুরিয়ে যায়। সত্যের ভূবনে সবই সত্য শুধু মিথ্যা আমার অস্তিত্ব। * শামীমুল বারী নামে আমার অন্য একটি ব্লগ রয়েছে।
ওরা চুল কেটে নরকে সুন্দর করে তোলে
জংলিভাব দূর করে ফেলে
ভদ্রতার এক প্রলেপ লাগিয়ে দেয়
মনে হয় সভ্য এক ভদ্র মানুষ।
মানুষের ভীরে হারিয়ে য়ায়
নতুন এই মানুষেরা।
প্রতিদিন কত মানুষ এমন
প্রলেপ এঁটে রাজপথে নেমে পড়ে
শত মানুষের মঝে
ওরাও মিশে যায়।
ওরা নরসুন্দর
নরকে সুন্দর করে তোলে।
নরকে সুন্দর করা অত সহজ নয়-
তবুও ওরা নিখুঁত নিপুণ হাতে
প্রতিদিন শত মানুষের মুখে
ভদ্র মানুষের প্রলেপ এঁটে দেয়
দ্বিধাহীন নিশ্চিন্ত মনে।
আমিও একদিন শিশুটিকে নিয়ে গেলাম
এক নরসুন্দরের আখড়ায়।
দুগ্ধপোষ্য এ কচি শিশুটিকে
কিভাবে নর করা যায় ভাবছিলাম,
আর শিশুটির মা
কিছু নির্দেশিকা দিয়ে
তর তর করে চলে গেলো
আমার সামনে দিয়ে।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর হয়েছে। ভাল লাগা রইল।
০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫২
শাবা বলেছেন: সুন্দর হয়েছে কি না জানি না, কবিতায় প্রতীকি বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছিলাম। কতটুকু সফল হয়েছি বলতে পারবো না।
ধন্যবাদ ভাললাগার জন্য।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮
আরজু পনি বলেছেন:
আর শিশুটির মা
কিছু নির্দেশিকা দিয়ে
তর তর করে চলে গেলো
আমার সামনে দিয়ে।
... এখানে কি কর্মজীবি মায়ের কথা বুঝিয়েছেন ?
০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:০০
শাবা বলেছেন: না না, ব্যাপারটা কোন কর্মজীবি মায়ের ছিল না। এখানে আমি মাকে এনেছি একটি স্বপ্নকে ফুটিয়ে তোলার জন্য। শিশুকে নিয়ে সবাই স্বপ্ন দেখে, তেমনি এ আস্থাশীল মা-ও তার সন্তানের ব্যাপারে স্বপ্ন দেখছে। কিন্তু তা দ্বিধাগ্রস্থ নয, দ্বিধাহীন।
অনেকদিন পর আমার ব্লগে এসে মন্তব্য করেছেন, খুব ভাল লেগেছে।
ধন্যবাদ আপুনি।
৪| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:০২
মোঃ নুরুল আমিন বলেছেন: ভালই লিখেছেন.।।
০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
শাবা বলেছেন: ধন্যবাদ নুরুল আমিন।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১
বাকপ্রবাস বলেছেন: হুম, মানুষকে পড়ার চেষ্টা করা হল, নরসুন্দর এর ছোঁয়ায় খোলষটা সুন্দর করা যায়, ভেতরের মানুষ সেটা ভিন্ন একটা ব্যাপার, মা সেটা অবগত আছেন বলেই নির্দেশনাটা দিযে দিলেন এভাবেই যেতে হবে, পথ এটাই, তাই মা আর অপেক্ষা করেনি, সে জানে সন্তান এ পথেই আসবে
২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৭
শাবা বলেছেন: ধন্যবাদ সুন্দর ব্যাখ্যার জন্য।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর হয়েছে। ভাল লাগা রইল।