![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসতে হাসতে বেদনা ভোলা চাই.... আমি হেঁটে বেড়াই সীমাবদ্ধ পৃথিবী ফুরিয়ে যায়। সত্যের ভূবনে সবই সত্য শুধু মিথ্যা আমার অস্তিত্ব। * শামীমুল বারী নামে আমার অন্য একটি ব্লগ রয়েছে।
বন্দি হয়ে থাকা খুবই কঠিন-
সব কিছু থেকে বঞ্চিত
দেখা নেই, কথা নেই
বন্ধু নেই, সঙ্গ নেই
বাইরে যাওয়ার সুযোগ নেই
কত কঠিন, কত কষ্ট।
মন তো আর বন্দি থাকে না-
ভাবা যায় কত কিছু,
কল্পনার ফানুস উড়ে চারদিকে
জীবন-দর্শনের চর্চা বেড়ে যায়-
গতি পায়, ছন্দ পায়
অফুরন্ত ফুসরতে নতুন নতুন
জগত তৈরি হয়।
পরে মুক্ত বিহঙ্গে ডানা মেলে
অসংখ্য লিপিকায় সৌধ তৈরি হয়
মেলে স্বপ্নসৌধ
দেখা দেয় সভ্যতার নতুন দিগন্ত।
মনে যখন বাঁধন লাগে
বন্দি হয় মানসপট
চিন্তন রাজ্যে বন্ধন এঁটে যায়
মুক্ত শরীরে বন্ধন মনে
সবকিছু গুলিয়ে যায়।
দেহখানা ছোটাছুটি করে
মন থাকে বন্দি-
বেঁচেও মরে থাকে দেহখানা
মরার আগে মরে যাওয়ার কত ফন্দি।
হায়! বন্দি দেহ আর মুক্ত মন ঢের ভালো
মুক্ত দেহ আর বন্দি মন কত কষ্ট-কালো।
০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:৫৮
শাবা বলেছেন: শুধরে দেয়ার জন্য ধন্যবাদ। নাক গলাবেন কেন, আমিই তো বানানের ব্যাপারে নাক উঁচু সব সময়, তাই হয়তো একটু নাক নিচু হয়ে গেল।
২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:০৪
মোঃ নুরুল আমিন বলেছেন: হাহাহা নাক নিচা নাক নিচা নাক নিচা
০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:০৯
শাবা বলেছেন:
৩| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:২৪
মোঃ নুরুল আমিন বলেছেন:
৪| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১:৫৯
রাসেলহাসান বলেছেন: হায়! বন্দি দেহ আর মুক্ত মন ঢের ভালো
মুক্ত দেহ আর বন্দি মন কত কষ্ট-কালো।
ভালো লিখেছেন।।
০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
শাবা বলেছেন: ধন্যবাদ রাসেল হাসান।
৫| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:০৬
অদৃশ্য বলেছেন:
ভালো লেগেছে আমার লিখাটি...
শুভকামনা...
০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
শাবা বলেছেন: সত্যি ভালো লেগেছে! ধন্যবাদ ভাই।
ভাল থাকবেন।
আপনারও শুভকামনা।
৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:২২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।
০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
শাবা বলেছেন: অসংখ্য ধন্যবাদ দূর্জয় ভাই।
আমার প্রায় সব লেখায় মন্তব্য করে আমাকে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন।
৭| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৫
ইখতামিন বলেছেন: দারুণ
০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৮
শাবা বলেছেন: ধন্যবাদ ইখতামিন।
৮| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০১
সাঈদসুমন বলেছেন: খুব ভালো লাগলো। অনেক শুভকামনা।
১৪ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৫
শাবা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাঈদসুমন ।
৯| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫
বাকপ্রবাস বলেছেন: দেহ আর মন নিয়ে খুব নাড়াচড়া করা হল দেখছে, ওলোটা পালট করে দেখা হল খুব করে, নুতন শাড়ী কিনতে গিয়ে যেমন এপাশ ওপাশ দেখা, আচল দেখা, দেহ মন দুটোই ভাল থাকুক, মুক্ত থাকুক, সেটাই কাম্য ..........
২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৪
শাবা বলেছেন: ব্যাখ্যা সুন্দর হয়েছে।
গভীর অধ্যয়নের জন্য ধন্যবাদ।
১০| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৫:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর +++
১৫ ই মে, ২০১৪ দুপুর ১:১৬
শাবা বলেছেন: ধন্যবাদ কান্ডারি অথর্ব।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
মোঃ নুরুল আমিন বলেছেন: ঠিক বলেছেন, আমার দেহকে বন্দি করতে পারো
কিন্তু মনকে নয়।
সুন্দর লিখেছেন।
**বন্ধিটা মনে হয় বন্দি হবে (নাক গলাচ্ছি বলে মাফ করবেন)