![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসতে হাসতে বেদনা ভোলা চাই.... আমি হেঁটে বেড়াই সীমাবদ্ধ পৃথিবী ফুরিয়ে যায়। সত্যের ভূবনে সবই সত্য শুধু মিথ্যা আমার অস্তিত্ব। * শামীমুল বারী নামে আমার অন্য একটি ব্লগ রয়েছে।
মেঘ ডাকে গুড়ুম গুড়ুম
নামবে বৃষ্টি জলদি
ছোটরা সব নাইতে যাবে
আঁটছে মনে ফন্দি।
বড় মামা করছে মানা
নামা যাবে না পুকুরে
ভাবছে ওরা ছোট মামা
রাজি হবে কী করে?
পুকুর পাড়ে জটলা দেখে
বড় মামা বকছে,
বললো ওরা, ভয় পেয়ো না
ছোট মামা থাকছে।
বৃষ্টি এলো হই হই
পুকুর পাড়ে রই রই,
বৃষ্টি নামে টপাটপ
লাফটি পড়ে ঝপাঝপ,
আগে পরে লাফালাফি
তাল পুকুরে দাপাদাপি।
গাও-গেরামে গোছলে
কত মজা তাহলে!
০৬. ০৭.২০১৬
অনেকিদন পর সামু-তে আসলাম। অনেক অ..নে..ক ব্যস্ততায় সময় কাটছে। এবার ঈদে গ্রামে গিয়েছিলাম। তখন শিশুদের জন্য একটা ছড়া লিখেছিলাম। তাই পোস্ট করলাম। জানি না কেমন হয়েছে....
১২ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৯
শাবা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে অন্ত্যমিল ঠিকই আছে। আপনি হয়তো নিম্নের অংশটুকু দেখে এমন মনে করেছেন, আমার মতে তাও ঠিক আছে..
বৃষ্টি নামে ঝমাঝম
লাফটি পড়ে ঝপাঝপ,
আগে পরে লাফালাফি
তাল পুকুরে দাপাদাপি।
২| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর++++
১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৯
শাবা বলেছেন: ধন্যবাদ চার মাত্রার প্লাসের জন্য....
৩| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩০
শাবা বলেছেন: ধন্যবাদ সুমন কর।
৪| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ২:২১
হাসান মাহবুব বলেছেন: ভালোই লিখসেন।
১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৪
শাবা বলেছেন: আপনার কমন মন্তব্য পেয়ে প্রীতিবোধ করছি।
৫| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২২
খায়রুল আহসান বলেছেন: ছবিটা সুন্দর এবং ছড়ার আনন্দ উচ্ছ্বাস এতে ফুটে উঠেছে। ছড়ার প্রথম তিনটে স্তবকও খুব ভালো হয়েছে।
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৫
শাবা বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৫
মেহেদী হাসান তামিম বলেছেন: অসাধারাণ স্বরবৃত্ত। ধন্যবাদ দারুণ এ ছড়াটির জন্য।
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৩
শাবা বলেছেন: ধন্যবাদ।
৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি খুব ভাল লেগেছে! বাচ্চাকাচ্চাদের নিয়ে লেখা আজকাল কমে গেছে!
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৪
শাবা বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে।
অন্ত্যমিলগুলোতে আরেকটু দৃষ্টি দিতে হবে মনে হচ্ছে