![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কথা বলব...
যার যেভাবে ইচ্ছা নিবেন এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত।
-গতকাল "প্রথম আলো" তে খবরে দেখলাম নারায়ণগঞ্জে এক এলাকায় রাস্তার পাশে ঝোপের আড়ালে চোখ বাধা তিনটি লাশ উদ্ধার। পুলিশের ধারনা তাদের গুলি করে মারা হয়েছে।
-সাগর রুনি হত্যার ২৬৬ দিন ২০ ঘন্টা ৬ মিনিট... খুনির এখনো পর্যন্ত কোনো হদিস নেই।
-বিশ্বজিৎ এর মা এখনো ছেলের ছবিটা বুকে ধরে কাঁদছে। খুনিদের এখনো বিচারের নাম নেই। নিষ্পাপ এক ছেলে রাজনীতির সাথে যার কোনোরকম সম্পর্ক নেই তার রক্তে কেন রাজপথ রক্তাক্ত হলো ?
-আর এখনতো খবরের কাগজ খুলব অথচ কোনো ধর্ষনের খবর চোখে পড়বে না ব্যাপারটা কেমন দেখায়। স্কুল ছাত্রী ধর্ষন, ধর্ষনের পর হত্য্ মাদ্রাসার ছাত্রী গণ ধর্ষণ, বিয়ে বাড়ি থেকে মেয়েকে উঠিয়ে নিয়ে ধর্ষণ...
এখন একটু চিন্তা করে দেখেন রাজাকাররা একাত্তরে কী কী করেছিল। নিরীহ মানুষ হত্যা, সাংবাদিক বুদ্ধিজীবী হত্যা, ধর্ষণ... যদিও আমি মাত্র কয়েকটা ঘটনা উল্লেখ করেছি তবুও রাজাকারের সব কর্মকান্ডই সবই বিদ্যমান উপরের ঘটনাগুলোতে। একাত্তরে জরীপ অনুসারে ৩ লক্ষ মা-বোন ইজ্জত হারিয়েছে। আর গত ২-৩ বছরের জরীপ নিলে হয়তো ৩ লক্ষও ছাড়িয়ে যেতে পারে।
এতক্ষণ বক বক করার উদ্দেশ্য হল আজ লাখ মানুষ স্লোগান মিছিল দিচ্ছে শাহবাগে "রাজাকারের ফাঁসি চাই" বলে। আজ আমার এলাকার এক পরিচিত ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেছিল আমি শাহবাগে যাবো কিনা। আমার "না" উত্তর শোনায় তার কাছে আমি রাজাকার হয়ে গেলাম। আমি এখন তাই দেশকে ভালবাসি না শাহবাগে যাবো না বলে। একটা প্রশ্ন করতে চাই আজকের প্রজন্ম কোথায় ছিল এক মা যখন ছেলের লাশ বুকে ধরে বুক ফাটা আর্তনাদ করছিল ? ছোট শিশুটা যখন মা-বাবার লাশের পাশে বসে অঝোরে অশ্রু ফেলছিল তখন আমরা কোথায় ছিলাম ? আমাদের এক বোন যখন ধর্ষণের বিচার চাইতে গিয়ে পুলিশের হাতে লাঞ্চিত হল তখন আমরা কোথায় ছিলাম ?
মাত্র ৭ জন রাজাকারের ফাঁসির দাবীতে এতো গণ মিছিল স্লোগান, তখন দেশের আনাচে কানাচে যেসব কুত্তার আজও আমাদের রক্ত চুষে খাচ্ছে তাদের বিরুদ্ধে কী আন্দোলন চলতে পারে না...
রাজাকারের বিচার আমিও চাই মনে প্রাণে কিন্তু এমন ছেলে মেয়ের সংখ্যাও কম না যারা শুধু ক্যামেরায় নিজের মুখটা দেখাতে আর আমোদ ফূর্তি করার জন্য মিছিলে গিয়েছে। আন্দোলন চলুক চলবে কিন্তু কোনো রাজনৈতিক শক্তি দ্বারা যেন তা প্রভাবিত না হয়। আওয়ামী লীগ নেতারাও দেখি আন্দোলনে যোগ দিচ্ছে। সবার উচিৎ লাথি মেরে তাদের তাড়ানো। বিচারের অঙ্গীকার দিয়ে আধা আধি কাজ করে এখন রাস্তায় নেমেছে জনগণের সমর্থন আদায়ের জন্য। আর বি এন পি তো আউট অফ সিলেবাস। সব দলই কাজ করে শুধুমাত্র দলীয় সার্থে। আমাদের উচিৎ সব বর্জন করা।
এই আন্দোলন শুধু যুদ্ধাপরাধীর বিচারের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিৎ না। এই আন্দোলনের মাধ্যমে তৃতীয় কোনো শক্তির যদি উত্থান হয় তবেই এই আন্দোলন সার্থক হবে বলে আমি মনে করি...
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
এক্সপেরিয়া বলেছেন: কেন তোমার বাবার হত্যাকান্ডের বিচার কিংবা তোমার মার ধর্ষণের বিচার ৫০বছর পর আর চাইবেনা ? আর শাস্তি সর্বদা হাইকমান্ডের আগে হয় এটা নিশ্চয় শিখিয়ে দিতে হবে না ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
সাবাব ইকবাল বলেছেন: আমার বক্তব্য বুঝে মন্তব্য করুন। আমি কখনো আন্দোলনের বিরুদ্ধে যাই নি বরং এই আন্দোলনের মধ্যে আমার দাবী আরও বেশি।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২
সংগ্রামী পথিক বলেছেন: সহমত
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
আকন্দ বলেছেন: তুমি কোথায় ছিলা চান্দু!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১
সাবাব ইকবাল বলেছেন: একটা কথা জিজ্ঞেস করি, যখন এই দাবীগুলো আদায় হয়ে যাবে, ৭ জন অভিযুক্ত রাজাকারের ফাঁসি হয়ে তখন সবাই কী আমার উপরে বর্ণিত দাবীগুলো তুলবে ? সবাই ঘরে ফিরে যাবে। আওয়ামী লীগ বলবে দেশ কলঙ্কমুক্ত, বি এন পি দিবে হরতাল... তারপর ? দেশ কি আবার আগের মতো চলবে না ?
যখন সাগর-রুনি আর বিশ্বজিৎ কে হত্যা করা হয় আমার মতো চান্দুরা এই ব্লগেই ছিল হয়তো বা ফেসবুকে... মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করেছে। এই আন্দোলন শেষে যে যার ঘরে ফিরে যাবে। কিন্তু আমার মতো চান্দুদের আবার এই ব্লগেই দেখা যাবে অন্যায়ের বিরুদ্ধে দাবী আদায়ের জন্য লেখালেখি করতে... আর আপনার মতো চান্দু আমাকে আবারো গালি গালাজ করবেন "রাজাকার" বলে।
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
আকন্দ বলেছেন: সব রাজাকারই দেখি বলে রাজাকারের বিচার আমিও চাই কিন্তু..............................
বিচার চাই এর সাথে কিন্তু থাকলেই কিন্তু রাজাকার!! সাবধান!
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
রাফা বলেছেন: আপনি বলছেন আপনি বাংলাদেশের দালাল!দেশের জন্য কি করেছেন উত্তর চাই।
কোন ভাই/বোন যখন খুন হয় তখন আপনি কি করন?
কোন ধর্ষীতার জন্য কি কখনও কোন প্রতিবাদ করেছেন?
প্রতিবাদ করতে গিয়ে কখনও কি থানায় কিংবা অন্য কোন আইনের সহায়তা নিয়েছেন ।কারো পাশে দাড়িয়েছেন কখনও?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
সাবাব ইকবাল বলেছেন: না কখনও দাড়াইনি। এখন যখন দাড়ানোর সময় এসেছে তখন সবই একসাথে আদায় করতে চাই। কিন্তু আফসোস লাগে বিচার হয়ে যাবার পরে সব তো আবার আগের মতোই চলবে। বাকী দাবিগুলোও যদি এভাবে আদায় করে নিতে পারতাম।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
বিপদেআছি বলেছেন: তোমার লেখাটা প্রথমে অত মন দিয়ে পরি নাই , আমি যেহুতু নিজেকে বাংলাদেশের দালাল মনে করি ভাবছিলাম তুমিও তাই, কিন্তু আজ তোমার পুরা লেখাটা পড়ে ,তোমার কিন্তু দেখে , তোমার নিয়ত নিয়ে সন্দেহ হইতাছে।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
বিপদেআছি বলেছেন: লেখক বলেছেন:এই আন্দোলনের মাধ্যমে তৃতীয় কোনো শক্তির যদি উত্থান হয় তবেই এই আন্দোলন সার্থক হবে বলে আমি মনে করি...
সহমত