![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষকে বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস রেখেই কাজ করতে চাই।বাস্তবের ভিতরে বসবাস করতে ভালবাসি। কল্পনা করতে ভাল লাগে, কিন্তু বাস্তবকে ভুলে নয়। সততা বলতে আংশিক বুঝি না, পুরোটাই বুঝতে চাই। প্রকৃতির মাঝে শান্তি এবং স্বস্তি দু\\\'টোই খুজে পাই। নারীর প্রতি আকর্ষন আছে তবে উন্মাদনা নেই। বয়সকে অনেক ক্ষেত্রেই বাধা মনে করি না। লিখতে ভালবাসি, কবিতা-গল্প, যা কিছু। চারটে বই প্রকাশ করেছি নিজ উদ্যোগে। প্রতিভা নেই, শখ আছে। অনেক কিছুই করতে ইচ্ছে করে, পারি না কেন বুঝি না।
তোমার আছে অনন্ত নীলাম্বর, আছে সফেদ মেঘমালা
তুমি তাই উড়াল দিতে পারো, ভাসতে পারো মেঘের নায়ে।
তোমার আছে রৌদ্রের আঁচল বিছানো অবারিত প্রান্তর,
তুমি তাই চোখের আলোয় সহজেই ঘুঁচিয়ে দিতে পারো দূরান্তের ব্যবধান।
তোমার আছে ফেনিল সাগরের সীমাহীন জলরাশি, আছে ঊর্মির নাচন,
তুমি তাই ডুব দিতে পারো, সন্তরনে করো মীনের সঙ্গে জলকেলি।
ভোর সকালে একফালি রোদ তোমার জানালায় এসে বসে থাকে,
তোমার বাড়ির লনে শিশির বিন্দুগুলো মুক্তো হয়ে ছড়িয়ে থাকে,
বাসিমুখে তুমি প্রতি সকালে দেখতে পাও একটি চমৎকার শহর
কেমন ফুল ফোঁটার মত করে জেগে ওঠে!
তুমি তাই সেতারের মূর্ছনায় জীবনটাকে আদর করতে পারো,
একটি সমৃদ্ধ জীবনের শাস্ত্রীয় সংগীত তোমাকেই সাজে।
আমার ওসব কিছুই নেই।
প্রতিদিন আমার দৃষ্টি আটকে যায় কংক্রিটের দালানে,
ভোর সকালে উঠেও দেখি আমার জানালার পাশে
কংক্রিটের দৈত্যটা দাঁড়িয়ে আছে, হাত বাড়িয়ে খুঁজে বেড়াই
এক ফালি নরোম রোদ্দুর, শিশিরেরা হারিয়ে গেছে সেই কবেই।
একটা বৃক্ষ কোথায় যে সাতসকালে পাখির কিচিমিচির শুনবো!
ঘরের বাইরে পা ফেললেই দেখি কংক্রিটের জঙ্গল আর
অজগরের মতো একেকটি রাস্তা যার পেটে শুধু যন্ত্রযান আর মানুষ কিট।
সংগীতের মূর্ছনা ছাপিয়ে চিৎকার করে ওঠে যন্ত্রদানবের গোষ্ঠি-পাল।
অতি সহজেই প্রতিদিন ভুলে যাই একটি সেতারের কথা,
একটি গীটার কিংবা তবলার কথা।
ভুলে যাই ব্যালকনিতে বসে ইতিহাস হয়ে যাওয়া
এক কাপ চা, একটি কবিতার বই আর রবীন্দ্র সংগীত।
আমার এখন আর সেসবের কিছুই নেই।
২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭
শফিক আলম বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
শাহরিয়ার নীল বলেছেন: ভালো লাগল