![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষকে বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস রেখেই কাজ করতে চাই।বাস্তবের ভিতরে বসবাস করতে ভালবাসি। কল্পনা করতে ভাল লাগে, কিন্তু বাস্তবকে ভুলে নয়। সততা বলতে আংশিক বুঝি না, পুরোটাই বুঝতে চাই। প্রকৃতির মাঝে শান্তি এবং স্বস্তি দু\\\'টোই খুজে পাই। নারীর প্রতি আকর্ষন আছে তবে উন্মাদনা নেই। বয়সকে অনেক ক্ষেত্রেই বাধা মনে করি না। লিখতে ভালবাসি, কবিতা-গল্প, যা কিছু। চারটে বই প্রকাশ করেছি নিজ উদ্যোগে। প্রতিভা নেই, শখ আছে। অনেক কিছুই করতে ইচ্ছে করে, পারি না কেন বুঝি না।
ক্যান্সার কি? এটা নাকি কোন অসুখ বা রোগের নাম! 'Cancer is a disease caused by an uncontrolled division of abnormal cells in a part of the body'. কারা বলেছে? কেন বলেছে? যার কোন আরোগ্য নেই সে একটা রোগ হয় কি করে?
ক্যান্সার একটা চিঠি। A summon from the Lord. যে চিঠিতে লেখা থাকে মৃত্যুর পরোয়ানা। পরোয়ানা জারি করে কে? বিচারালয় থেকে যিনি বিচারের মালিক, তিনিই। শেষ বিচারের যিনি মালিক তিনিই ক্যান্সার নামক চিঠি পাঠান যখন যাকে মনে করেন তার কাছে। আর যার কাছে এসে পৌঁছায় তার কি সাধ্য আছে যে ফিরিয়ে দেয়? ক'জন পেরেছে ফিরিয়ে দিতে! ক'জনের আবেদন টিকেছে? যাবো না, যাবোনা বলে যুদ্ধ করে সময় নিয়েছে কেবল। অবশেষে অর্থনাশ করে জীর্ন-শীর্ন, জবু-থবু হয়ে, অথৈ সাগরে কত আপনজনেরে ভাসিয়ে একদিন সেই অনন্ত পথে যাত্রা।
হৃদরোগ একটা রোগ বটে। আক্রান্ত হয়ে হৃদক্রিয়া বন্ধ হলে নিমেযেই শেষ ঘড়ির কাটা একবার ঘুড়ে আসার আগেই। আর যদি সময় পাওয়া যায় তা'হলে রোগটার সঙ্গে আপোষ করে নিয়ে অনেকদিন পৃথিবীতে শ্বাস নিয়ে বেঁচে থাকা যায়। কত উপায় আছে। এটা তো কোন তলবি চিঠি নয়। হৃদরোগে মৃত্যু একটা ধাক্কা খাওয়ার মত, অন্য সবার জন্য। যে চলে যায় সে বুঝতেই পারে না মৃত্যুর আয়োজনটা। আর যারা থেকে যায় তারা হতবিহ্বল হয়ে পড়ে। তারপর ধীরে ধীরে একদিন আবার জীবন চলতে শুরু করে।
কিন্তু ক্যান্সার! কি নিষ্ঠুর অপেক্ষা মৃত্যুক্ষনের জন্য। কত প্রানান্তকর যুদ্ধ আশা আর নিরাশার মাঝে। তবু আতংক, তবু অনিশ্চয়তা। আর যারা আশে-পাশে থেকে যায়, তারা শুন্য হওয়ার আগেই এক গভীর শুন্যতার মাঝে তলিয়ে যায়। কালবেলার জালে শ্বাস বন্ধ হওয়া প্রতি মূহূর্তের ভিতরে বেঁচে থাকে। কত স্মৃতি কত কথা অনুরণন হয়ে কেবলই নাড়া দিতে থাকে। চোখের জলে ভেসে যায় কত প্রহর। বিনিদ্র কাটে কত রাত তার কফিন যাত্রার দুঃস্বপ্নে 'যাহারে দেখিয়াছি এতদিন গভীর নয়নে'। যুদ্ধে যুদ্ধে একদিন ক্লান্ত-শ্রান্ত, রিক্ত-নিঃশ্ব, সকল আয়োজন ফুরায় যখন, চোখের জলও শুকিয়ে যায় ততদিনে যারা ছিল আশে-পাশে, প্রিয়তম সেই মুখগুলো।
ক্যান্সার কোন রোগ নয়, সর্বোচ্চ বিচারালয়ের এক নিষ্ঠুর চিঠি! দিনক্ষণ লেখা থাকে না বটে, কিন্তু নিশ্চিত বেশি দিন নয়।বিধাতার সঙ্গে যুদ্ধ চলে না, আর তাই প্রাপ্তি স্বীকার করে বিচারালয়ের কাছে আত্মসমর্পন করাই শ্রেয়ঃ। গুছগাছ করে নাও সঙ্গে নিতে হবে যা, এই জনমে করেছি যা সাধন।
০২ রা জুন, ২০১৪ দুপুর ১:২৯
শফিক আলম বলেছেন: লড়াই করুন। বাধা নেই।
২| ০৩ রা জুন, ২০১৪ রাত ১:৪০
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ভালো লিখেছেন।++
৩| ০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:২৫
বটের ফল বলেছেন: সচেতনতা জরুরী
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৪ দুপুর ১:১০
সাজ্জাদ বস বলেছেন: কি করতে হবে তাহলে ক্যান্সার হলে??? চিকিৎসার চেষ্টা বাদ দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে??? মানুষ কখনো এমন করবে না, মানুষ শেষ পর্যন্ত বাঁচার জন্য লড়াই করবে, আর লড়াই করে জন্যই মানুষের দ্বারা অনেক মহৎ কিছু করা সম্ভব হয়েছে।