![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষকে বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস রেখেই কাজ করতে চাই।বাস্তবের ভিতরে বসবাস করতে ভালবাসি। কল্পনা করতে ভাল লাগে, কিন্তু বাস্তবকে ভুলে নয়। সততা বলতে আংশিক বুঝি না, পুরোটাই বুঝতে চাই। প্রকৃতির মাঝে শান্তি এবং স্বস্তি দু\\\'টোই খুজে পাই। নারীর প্রতি আকর্ষন আছে তবে উন্মাদনা নেই। বয়সকে অনেক ক্ষেত্রেই বাধা মনে করি না। লিখতে ভালবাসি, কবিতা-গল্প, যা কিছু। চারটে বই প্রকাশ করেছি নিজ উদ্যোগে। প্রতিভা নেই, শখ আছে। অনেক কিছুই করতে ইচ্ছে করে, পারি না কেন বুঝি না।
স্থান-কাল-পাত্র বলে একটি কথা আছে। এটা তিনটি মৌলিক শব্দ মিলে একটি মিশ্র শব্দের উৎপত্তি হয়েছে। ছোট বেলায় আমরা ব্যাকরণে পড়েছি। এমন কি “এই শব্দের দ্বারা কি বুঝায় তাহা বুঝিয়ে লিখ” জাতীয় প্রশ্নের উত্তরও দিয়েছি। শিক্ষকরা বলেছেন জীবনে কোন কাজ করার আগে বা বলার আগে এই তিনটি শব্দ মনে রাখবে। আমার ধারনা যারা এই ত্রয়ী শব্দকে মাথায় রেখে কাজ করে বা কথা বলে তাঁরা অনেক ক্ষেত্রেই পাড় পেয়ে যায়। এখন objective যুগে বাংলা ব্যাকরণ আর তেমন করে পড়ানো হয় কি না জানি না। তেমন উপদেশও আর দেওয়া হয় বলে মনে হয় না। বিশেষ করে আমাদের ক্রিকেটাররা এই মিশ্র শব্দটি সম্বন্ধে ওয়াকেবহাল আছে বলে একেবারেই মনে হয় না।
এই লেখাটা লিখছি আমাদের মাহমুদউল্লাহ্ সাহেবের গতকালের আউট হওয়া দেখে। দিনের শেষ বল, তিনি সুইপ করতে চাইলেন চার মারার জন্য। কেন? জবাব বেশ কয়েকটা দেওয়া যেতে পারে কিন্তু আসল কথা হলো তিনি এই মিশ্র শব্দটির ব্যাপারে একেবারেই অজ্ঞ বুঝা গেল। এখানে স্থান আর পাত্র জরুরী নয় কিন্তু “কাল” শব্দটি খুবই জরুরী ছিল। অর্থাৎ সময়। দুটো জবাব দেয়া যেতে পারে...তিনি অস্থির চিত্তে একটা চার মেরে তার অর্ধ শতক পূর্ণ করতে চেয়েছেন অথবা দিনের শেষটা চার মেরে শেষ করতে চেয়েছেন। কত বড় দায়িত্বহীন হলে একজন ক্রিকেটার এমন ভুলটি করতে পারেন! তিনি কি শুধু নিজেকেই দেখলেন? দল কিংবা দেশ কিছুই দেখলেন না! ক্রিকেটাররা প্রায়ই বলেন ভুল থেকেই আমরা শিখবো। কিন্তু কবে শিখবেন? মাহমুদউল্লাহ্ এই রকম ভুল আগেও করেছেন। গত টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে আমাদের ৪ বলে ৩ রান দরকার। তিনি ছক্কা মেরে জিতবেন বলে শর্ট রান না নিয়ে সেই ছক্কা মারতে গিয়ে নিজেকে হারিয়েছেন এবং দেশকেও ডুবিয়েছেন। কি ভয়াবহ দুঃখ সেদিন এই জাতী পেয়েছিল আজও মনে হলে বিমর্ষ হয়ে পড়ি। সেখানেও তিনি কাল বা মুহূর্তকে মনে রাখেন নি।
এই সেদিন চট্টগ্রাম টেস্টেও দ্বিতীয় ইনিংসে তার আউট হওয়াটাও ছিল অপ্রত্যাশিত। সেই ম্যাচে তিনি যে বলটায় আউট হয়েছিলেন সেই বলটাকে ক্রিকেটের ভাষায় বলা যায়...well outside of the off stamp and flighted. তাই যদি হয় তাহলে তিনি সেই বলটাকে খেলতে গেলেন কেন? একটা টেস্ট ম্যাচে ঐ পরিস্থিতিতে বলটাকে তো ছেড়ে দেওয়ার কথা। আসলে তার বুদ্ধি মাথার চেয়ে হাঁটুতে বেশী। তিনি senseless mistake কতবার করবেন? সাকিবও একই কাজ করলেন। অফ স্ট্যাম্পের এতো বাইরের বল, যেটা ওয়ান-ডে ম্যাচ হলে wide হতো, সেটাকে তিনি মারতে গিয়ে আউট হলেন। টেস্ট ম্যাচে যেমন লোভের কোন জায়গা নেই, বোকামিরও। এভাবে আমরা আমাদের নিয়ন্ত্রণাধীন অনেক ম্যাচকে জলাঞ্জলি দিয়েছি। শুধু বুদ্ধির অভাবে। শুধু অস্ত্র হলেই যেমন যুদ্ধে জয়ী হওয়া যায়না, বুদ্ধির প্রয়োজন পড়ে, তেমনি খেলাতেও শুধু skill বা দক্ষতা থাকলেই হয় না, বুদ্ধিরও প্রয়োজন আছে। আমরা অনেক আগে থেকেই জানি, টেস্ট খেলা হচ্ছে…kill the time and get the runs. যা করতে গেলে অসীম ধৈর্যের প্রয়োজন। অনেকেই হয়তো বলবেন, বিশেষ করে যারা আবেগ নিয়ে চলেন, মাহমুদউল্লাহ্ রান তো খারাপ করে নাই! ঠিক, কিন্তু তিনি কি সময়কে পরাস্ত করতে পেরেছেন? টেস্ট ম্যাচে তো ৮২ স্ট্রাইকিং রেট দরকার নাই, আমার দরকার ৮২ মিনিট। তাছাড়া টেস্ট ম্যাচে দিন শেষের উইকেট সবসময়ই বিপক্ষের অনুকুলে চলে যায়। দিনের শেষ বলে স্যুইপ, ভাবতেও অবাক লাগে! মাহমুদউল্লাহ্র দায়িত্বহীন আউট হওয়াটাই আমাদের জন্য কাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যথেষ্ট, যখন আমাদের tail end-এ হাল ধরার মতো ব্যাটসম্যান নেই। ওদিকে ইংল্যান্ডের বলতে গেলে ১১ জনই ব্যাট করতে পারে। আক্ষেপ করে আর কতদিন কাটাবো?
অনেক আগে ভারতের একটা স্বভাব ছিল, ব্যাটিং লাইন যখন ভাংতো তখন হুড়মুড় করে ভেঙ্গে পড়তো। এখন আমাদের হয়েছে সেই দশা! কেবলই হুড়মুড় করে ভেঙ্গে পড়ছে। কাকে যে ভাল বলবো বুঝতে পারছি না, একমাত্র ওপেনিং জুটি ছাড়া।
ভুল থেকেই তো মানুষ শেখে, কিন্তু যদি না শেখে!!!!
৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০১
শফিক আলম বলেছেন: একেবারে সঠিক। ইমোশনই আমাদের মেরেছে।
২| ৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৭
রাফা বলেছেন: আবেগ দিয়ে ক্রিকেটের সব কিছু জয় করা যায়না।টেস্ট খেলাটাই হোচ্ছে ধৈর্যের খেলা-নিজের মস্তিস্কের কিছুটা হোলেও ব্যাবহার করতে হবে এই খেলায়।১৫ বছর যাবৎ টেস্ট খেলছে বাংলাদেশ অথচ অর্জণ সেই শুন্য থেকে শুন্যতেই আছে আজ পর্যন্ত।কিছুদিন হলো একদিনের সিমিত ওভারের খেলায় কিছুটা উন্নতি পরিলক্ষিত হোচ্ছে।আর এতেই আমদের ধরাকে সরা জ্ঞান করা শুরু হয়ে গেছে।খারাপ খেলে হেরে গেলেও নাকি প্রসংশাই প্রাপ্য আমাদের খেলোয়ারদের।কিন্তু কোন বাস্তবতায় সেটাই আমি বুঝতে পারিনা।ক্রিকেটে আমাদের মত দেশের যে বিনিয়োগ সেই তুলনায় প্রাপ্যটা কি খুব বেশি!!আমাদের পাপন সাহেব সেদিন হুট করে বলেই বসলেন ইংল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ হারার পর কবে তিনি বিদেশি টিমকে ট্রফি দিয়েছেন তা নাকি ভুলেই গেছেন।ভাগ্যের কি পরিহাস বছরের পর বছর আমরা শুধু হেরেই গেছি তা তার উপলব্দি থেকেই হারিয়ে গেছে।এটাই হোচ্ছে অল্প পানির মাছ সাগরে গেলে বেশি লাফালাফি করের উপমা।
ক্রিকেট এবং ক্রিকাটারদের ভালোবাসি বলেই এত কথা বলা।আমরা আসলে কবে যে প্রকৃত শিক্ষা গ্রহণ করবো সেটাই জানিনা।
ধন্যবাদ,আপনার সুন্দর বিশ্লেষনের জন্য।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৪
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ অতি মুল্যবান বিশ্লেষনের জন্য । পোস্টটিকে স্টিকি করা প্রোয়োজন । এই টেস্ট সিরিজের খেলায় বাংলাদেশ দলের অনেককেই খামখেয়ালীপুর্ণ শট নিতে দেখা গেছে যা নির্বাচক ও কোচের নজরে পড়ছে কিনা তা বোধে আসছেনা । অগনিত দর্শকের মতামত যদি তাদের অনুভুতিতে কিছু এনে দিতে পারে তাহলে হয়ত ভুলগুলি শুধরাতে সক্ষম হবেন তাঁরা । যাহোক বাংলাদেশ টিমের প্রতি আমাদের শুভেচ্ছা রইল ।
৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৪
শফিক আলম বলেছেন: আমরা অল্প পথ পাড়ি দিয়েই মনে করি অনেক হয়েছে। কিন্তু পথ যে অন্তহীন, যেতে হবে বহুদুর!
৪| ৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪২
ডঃ এম এ আলী বলেছেন: আমার উপরের মন্তব্যের প্রোয়োজন শব্দটি প্রয়োজন হবে । সুন্দর প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ ।
৫| ৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৫
ভ্রমরের ডানা বলেছেন:
টেস্ট ওর ওয়ানডে হুয়াট এভার ইট ইস ইউ বেটার আন্ডারস্ট্যান্ডি দ্যাট ইটস এন আনপ্রেডিক্টেবল গেম।
তাই মাহামুদুল্লাহর ঐ শটে ছক্কা হইলে আপনার রাতের ঘুম তেব্র হইত। কিন্তু আসলে হইছে উলটা। ক্রিকেট কইদিন খেলছেন এটা নিয়েই আমার এই পোষ্ট পড়ে সন্দেহ হইতেছে।
যাউকগা, বাংলাদেশ জিতছে। আশা করি আজকে রাইতে ঘুম ভাল হবে। না হইলে ভাববেন মাহামুদুল্লার ব্যাটিং নয় আপনার চিন্তাজগতে উৎপাটাং সমিস্যা আছে।
০১ লা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪
শফিক আলম বলেছেন: @ভ্রমরের ডানা, বাংলাদেশ জিতেছে বলে আপনি এভাবে লিখতে পেরেছেন। জিততে না পারলে আপনি অবশ্যই লিখতেন না। আমি ক'দিন ক্রিকেট খেলেছি সেটা নিশচয়ই আমার লেখা পড়ে বুঝতে পেরেছেন। তবে ক্রিকেটে শুধু বোলিং শকতি দিয়ে সবসময় জেতা যায় না। ভুলে যাবেন না পিচটা তৈরি করা হয়েছিল আমাদের মত করে। দেশের বাইরে সেটা নিশচয়ই হবে না!
ক্রিকেট unpredictable and uncertain game মানছি, কিনতু এখানে merciless ভুলও আছে। যার খেসারত দিতে পুরো দলকে।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৬
অ রণ্য বলেছেন: সেদিন আমি এই নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলাম আমার একটায় লেখায় বেশ তীব্রভাবে, কিন্তু আমাদের দেশের সমর্থক এমন যে তারা যে কোনভাবেই উল্টো অবস্থানে দাড়িয়েও নিজেদের সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করবে।
বাংলাদেশের ক্রিকেটের এই ভুলগুলো কোনদিন যাবে না, যতদিন না তারা ইমোশনাল অবস্থান থেকে বেরিয়ে এসে শতভাগ প্রফেশনাল হয়ে উঠবে।