নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা জীবন, খোলা বই, খোলা পাতা

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

শাফ্‌ক্বাত

একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।

শাফ্‌ক্বাত › বিস্তারিত পোস্টঃ

কনফিউজ্ড হবেন না!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

টিভি-তে টকশো জমছে দারুণ, হল্লাচিল্লা মারামারি

কে বলে আর কে শোনে কথা, সত্যি-মিথ্যের ফুলঝুরি।

বিবেক বিকোলো রাজনীতির হাটে, মানুষ যুঝছে গোলকধাঁধায়

কে যে পুতুল আর কার হাতে ঘুঁটি সরলমনে বোঝাটা দায়।



দেশের দোসর পাই কোথা আজ, ইন্দোপাকেই ঘুরছি বেশ।

মুসলিম মানে জামাতের ভাই, হিন্দু মানেই ভারত-দেশ।

ধর্ম বর্মে ভুলেছি জন্ম, মাটি গেলো তলে, মাতাও নাই।

বিভেদ বাড়িয়ে চিৎকার করি “তুমি কোন দলে, প্রমাণ চাই”।

দশের লাঠি, একের বোঝা। বাঙ্গালীরা ক্যান আলাদা বল্‌?

বিশ্বাস গ্যাছে ক্ষয়ে, তেড়ে আসে ওঁতপেতে থাকা হায়েনা দল।



সময় যায়নি, এক হও সবে, জোরেশোরে বলো “আছি সবাই।”

দেশমাতা এই বাংলাদেশে, রাজাকারের বীজ উপড়ানো চাই।

ওরা আজ শুধু ছড়াবে বিষ, এটাসেটা বলে ঘুরাবে মন

আমরা কেবল দেশপ্রেম বুঝি, বাংলাদেশের লক্ষজন।

রক্ত দিয়েছি আরও দেবো বলে বাংলার মাটি করিব সাফ।

শহীদের কসম, দেশদ্রোহী এই রাজাকারদের হবেনা মাফ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

শান্তা273 বলেছেন: রক্ত দিয়েছি আরও দেবো বলে বাংলার মাটি করিব সাফ।
শহীদের কসম, দেশদ্রোহী এই রাজাকারদের হবেনা মাফ।

জয় বাংলা।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১২

শাফ্‌ক্বাত বলেছেন: :)

২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

সাধারন বলেছেন: হুমম!

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১১

শাফ্‌ক্বাত বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.