![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
জাইনার স্কুলের পড়া "আদর্শ ছেলে", কুসুমকুমারী দাশের ছড়া
আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন; ‘মানুষ হইতে হবে’- এই যার পণ।
বিপদ আসিলে কাছে হও আগুয়ান; নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ?
হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়?
সে ছেলে কে চায় বল, কথায় কথায়-আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়?
মনে প্রাণে খাট সবে, শক্তি কর দান,তোমরা ‘মানুষ’ হলে দেশের কল্যাণ।
আমি ওকে যখন ব্যাখ্যা করতে গেলাম, আর বলছিলাম বারবার "দ্যাখো মা, তোমাকে তাহলে এইরকম হতে হবে, মানুষ হতে হবে..." সে বল্লো, "আম্মু এই কথাগুলা তো ছেলেদের জন্য, আমি তো মেয়ে!! আমাদের ক্লাসের ছেলেগুলা খুব দুষ্টু, ওদেরকেই আসলে মানুষ হতে হবে।"
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৪২
শাফ্ক্বাত বলেছেন: হে হে হে!!!
২| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬
আজনবী বলেছেন: বাহ!
মেয়েরতো অনেক বুদ্ধি।
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৩
শাফ্ক্বাত বলেছেন: আবার জিগস!!
৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭
বড় বিলাই বলেছেন: ঠিক বলেছে মামনিটা।
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৩
শাফ্ক্বাত বলেছেন: এরকম ঠিক বলে চল্লে তো আমি নাস্তানাবুদ!!
৪| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৩৬
সানফ্লাওয়ার বলেছেন: আপনার মেয়ে ঠিক কথাই বলেছে হাহাহা
২৪ শে মে, ২০১৩ রাত ১১:৩৭
শাফ্ক্বাত বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: হা হা হা