নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা জীবন, খোলা বই, খোলা পাতা

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

শাফ্‌ক্বাত

একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।

শাফ্‌ক্বাত › বিস্তারিত পোস্টঃ

এই তো চলে যায় দিন-৫

০৩ রা জুন, ২০১৩ রাত ১০:৫৮

দৃশ্য ১)

জাইবা তার নানুসোনার মাথায়হাত বুলিয়ে দিচ্ছে আর গান গাইছে গুনগুন করে

“ইকিনি মনা, গুনগুনি ট্যাং

ক্যানে মনা রেঙ্গুন গ্যাল

হাতোর বাঁশি ফালাই গ্যাল

আঁর জাইবুরে খাঁন্দাই গ্যাল

ও সোনা, ও মনা, গুম যারে তুঁই!!”



দৃশ্য ২)

জাইনার পেটব্যাথা। তার নানুসোনার পাশে শুয়ে শুয়ে সে গান গাইছে

“আঁর মাতা গুরাদ্দে, আঁর ট্যাং জলি যার গুই

আঁরে কেয়া দেইন্ন’ফারের!!”



দৃশ্য ৩)

আমার দুইমেয়ে আমার আম্মুর সাথে খেলছে। দুইজন হাত বিছিয়ে বসে আছে আরেকজন মুঠি দিয়ে পালাক্রমে একেকটা হাতে বাড়ি দিতে দিতে এই ছড়াটা বলছেঃ



“ইস্কি মিস্কি খাইম’র দলা

খাইম গেইয়ি রইয়াবালা

রৈয়া বব্বুর বাইট্টা সুল

টাইন্তে টাইন্তে সাম্পা ফুল

সাম্পা ফুলোর তলে

দুওয়া বাত্তি যলে

হাতিট্ট্যাঙে বাড়া বাঁদে

খাউয়াট্ট্যাঙে সৈল সালে

সৈল সালোনি গরত নাই

খাযনা দিবার মনত নাই

সোনার হাত খাডী গেইয়ি

খাইচ্চত, খাইচ্চত, খাইচ্চত।”



---অবাক কান্ড, না? এই আজগুবি কথাগুলো আসলে কী?? এমনটা ভেবে মুগ্ধ হবার কোনও কারণ নেই যে আমার মেয়েরা খুব ভালো চাটগাঁইয়া বলতে পারে। হয়তো ওরা জানেইই না কথাগুলার মানে কী। কিন্তু ওদের এই ছড়া/গানগুলি ঠোঁটস্থ, ওরা বেশ সুন্দর করে অরিজিন্যাল অ্যাক্সেন্টেই বলতে পারে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:২৪

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহাহা, খুব ভালো লাগল , সব কিছুর অর্থ হতে হবে এমন কোন কথা নাই । শুভকামনা রইল পিচ্চিদের জন্য । :) ,

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:০২

শাফ্‌ক্বাত বলেছেন: ভালো লাগলো বলে ধন্যাবাদ! মেয়েরা যে কথা গুলোর মানে একেবারেই জানেনা, তা' না। হয়তো আন্দাজ করতে পারে :)

২| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৮

হাসান মাহবুব বলেছেন: যাক দিন ভালো।

০৫ ই জুন, ২০১৩ রাত ১১:১০

শাফ্‌ক্বাত বলেছেন: হুম আল্লাহ'র রহমতে দিন ভালই কেটে যায় :)

৩| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪

আরজু পনি বলেছেন:

আমিতো মোটামুটি বুঝিইনি ! :(

:P

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৩১

শাফ্‌ক্বাত বলেছেন: ইকিনি 〓 এতটুকুনি
মনা 〓 ছোটবাচ্চা
গুনগুনি 〓 এটা মানে আমি নিজেও জানিনা, তবে গুন্নি মানে ছোট্ট
ট্যাং 〓 ঠ্যাং 〓 পা
ক্যানে 〓 কিভাবে
গ্যালৃ 〓 গেলো
হাতের বাঁশি ফেলে গেলো
আমার জাইবুকে কাঁদিয়ে গেলো
ও সোনা, ও মনা
তুমি এখন ঘুম যাও।

৪| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৬

বোকামানুষ বলেছেন: এই গুলোর অর্থ কি ২-১টা শব্দ ছাড়া কিছুইতো বুঝলাম না |-)

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:২৯

শাফ্‌ক্বাত বলেছেন: সেকেন্ড টা হলো
আমার মাথা ঘুরাচ্ছে যে
আমার পা জ্বলে যাচ্ছে গিয়ে
আমাকে কেউ দেখতে পারেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.