![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপী একজন মানুষ। হাজার হোক, একজন মানুষের তো মানবিক গুণ বয়ে নিয়ে 'মানুষ' হওয়ারই কথা। তার ভেতরকার মানবিক গুণগুলোকে জাগ্রত করো।--- এইই হোল নীতিকথা।
মানুষের মাঝেই চোর, ডাকাত, খুনী, ধর্ষক আছে। আমাদের এই সমাজের ভেতরেই তারা আমাদেরই বন্ধু, আত্মীয় কিংবা রক্তীয়-বেশে আছে। ছিঁচকে চুরি, সে যত ছোটই হোক না কেন, চুরিই তো। বিয়েবাড়িতে সুযোগ বুঝে কিশোরীর বুকে হাত দিয়ে ভীড়ে লুকিয়ে যাওয়া, সেও একপ্রকার ধর্ষণই তো। প্রতিনিয়ত এই মানুষের সমাজের চাচা-মামা-খালা-ফুপুদের জন্ম দেওয়া আত্মীয়বহর, আর পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে ভদ্রপাড়ার অফিসের কলিগটা পর্যন্ত থাকে পাপের ধান্দায়।
তারা নিজেরা সুযোগ বুঝে পাপ করেই যায়, সে যত ছোট মাপেরই হোক না কেন। 'ধরা না খাওয়া' পর্যন্ত তারা সৃষ্টির সেরা, মানুষ হিসেবে অন্যের পাপের দিকে আঙ্গুল উঁচিয়ে থাকে। ধরা না পড়া পর্যন্ত তাদের মাথায় আসেনা, পাপীকে নয়, পাপ-কে ঘৃণা করো।
একজন ক্রিমিনাল, জেলে গিয়ে বা পিটুনি খেয়েই হোক, প্রাপ্য সাজা পেয়েও এই 'পাপী'র লেবেল তার গা-থেকে তাই মুছতে পারেনা। কারণ তার চারপাশের সুপ্ত ক্রিমিনালগুলো তার দিকে প্রাণপণে আঙ্গুল উঁচিয়েই থাকবে। নিজের আঙ্গুল ব্যাথা হয়ে গেলে আরেকজনেরটা তুলে দেবে। তাকে বারবার মনে করিয়ে দেবে 'তুই পাপী! আমরা তোর চেয়ে বেটার, তুই নিকৃষ্ট!' তাদের মনে কী ভয় কাজ করে জানিনা, হয়তো তারা ভাবে, এই 'মানুষের' সমাজ থেকে একটা পাপী কমে গেলে যদি সবার নজর তখন এই লুকানো পাপীদের উপরে পড়ে!!
আমরা, যারা নিজেদের মানুষ বলে জাহির করি, তারা চাইনা কেউ পাপ-মুক্ত হোক। ব্র্যান্ডেড পাপীদের ঘাড়ে পা দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে আমরা ব্যস্ত প্রতিনিয়ত।
এই ছিদ্রান্বেষী সমাজ তাই অন্যের পাদের গন্ধে প্রতিবাদ করার বেলায় কনভেনিয়েন্টলি ভাব দেখায় তার নিজের পাদে পার্ফিউম মেশানো। এই সমাজ কেবল অন্যের গায়ে পাপের গন্ধ শুঁকে, যদি একটা টপিক পাওয়া যায় রসিয়ে-মজিয়ে কাউকে দাবিয়ে নিজের অবস্থানটা একটু পোক্ত করার!!
এই হোল মানুষের সমাজ, এই পাপীর সমাজ।
©somewhere in net ltd.