নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা জীবন, খোলা বই, খোলা পাতা

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

শাফ্‌ক্বাত

একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।

শাফ্‌ক্বাত › বিস্তারিত পোস্টঃ

এই তো চলে যায় দিন-৬

০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫১

এমন একদিন হতেও পারে, এমনি করে আমরা যখন

একসুরে গান গাইবোনা, একসাথে পথ চলবোনা!

দিন বদলের পাগলা ঘোড়া, যার ঠিকানা নাই

কেউ জানেনা কখন হারিয়ে যাই!



---পুরনো একটা ব্যান্ডের গান, এর বেশি কথাগুলো মনে নাই, কোন ব্যান্ডের গান সেটাও মনে নাই। তবুও আজকে এই গানটা বারবার মনে পড়ছিলো এত বেশি, যে ঘরে ফেরার পথে গুনগুন করে এই কয়টা লাইনই বারবার গাচ্ছিলাম।

ভাবি সেই মাঝিরঘাট আর নাই। বৃষ্টিতে ভিজে নৌকায় চড়ার সেই উচ্ছ্বাস কিংবা মাঠে ঘাটে দৌড়ে বেড়ানোর স্বাধীনতাও এখন আর নাই। পিছুটানহীন মুহুর্তগুলো জানি আর ফিরে আসবেনা। তবুও নস্টালজিক হতে বেশ ভালো লাগে।



ঠিক ধুক্কুরবেলা,

ভুতে মারে ঢ্যালা।

ইচ্ছে হলো,

ওয়েদার ভালো,

মা ঘুমিয়ে, দেখবেনা কেউ

ইচ্ছেনদীর উপচানো ঢেউ

ছুটলো বেগে মনের মাঝি

বন্ধুরা সুর মিলিয়ে রাজি

বাঁধবে কে আর, ঠিক দুপুরে

দোর খুলে দৌড়, চুপটি করে!!



আজকের বিকেল, ফেলে আসা বিকেল কিংবা সামনের আরও অনেক বিকেল জানি এক হবেনা কখনও। সেই ডিসি হিলের রূপ চোখের বদলে একেক সময়ে একেক রকম হবে। মানুষগুলো একই ছিলো, আছে। যোগাযোগ হোক কি না-হোক, সেই চিরচেনা খোলামেলা আবেগ-ঝাঁপানো বন্ধুত্ব অমলিন থেকেই যাবে!

শুধু নস্টালজিক হতে প্রতিদিন আরও ভালো লাগবে। রিক্সায় চড়ে যখন গাছ আর গাছ, সবুজ আর সবুজের ফাঁক থেকে আকাশ আর মেঘ দেখে দেখে নতুন নতুন করে অবাক হবো, তখন নতুন করে মনে হবে আমার এই চারপাশের মত অনাবিল স্নিগ্ধতা আর কোথাও নেই!!

এমন বিভোর হয়ে নীল, সবুজ দেখে দেখেই আমি বড় হতে হতে বুড়ো হতে চল্লাম!! এমন মুক্ত হাওয়াতেই যেন গুনগুনিয়ে মাথা গুঁজতে পারি এই সবুজে!!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫

হাসান মাহবুব বলেছেন: গানটা চেনা চেনা লাগছে কিন্তু মনে করতে পারছি না শুনেছি কী না।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:২৫

শাফ্‌ক্বাত বলেছেন: গানটা খুব জনপ্রিয় ছিল কিন্তু আমি অনলাইন সার্চ দিয়ে খুঁজে পেলাম না :(
সুরটা যদি এখানে শোনাতে পারতাম তাহলে হয়তো মনে করতে পারতেন!

২| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ঠিক ধুক্কুরবেলা,
ভুতে মারে ঢ্যালা।
ইচ্ছে হলো,
ওয়েদার ভালো,
মা ঘুমিয়ে, দেখবেনা কেউ
ইচ্ছেনদীর উপচানো ঢেউ
ছুটলো বেগে মনের মাঝি
বন্ধুরা সুর মিলিয়ে রাজি
বাঁধবে কে আর, ঠিক দুপুরে
দোর খুলে দৌড়, চুপটি করে!!


দারুণতো

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:২৭

শাফ্‌ক্বাত বলেছেন: থ্যাংক্যু থ্যাংক্যু !!! :#) :#) :#) :#) :#)

৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দারুণ

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩০

শাফ্‌ক্বাত বলেছেন: ধন্যবাদ ইরফান!! :D

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৪

ঝটিকা বলেছেন: এত্তো সুন্দর করে লেখ তুমি এক নি:শ্বাসে পড়ে ফেলি। এরপর কেমন যেন একটা ভালো লাগা অনেকক্ষণ আচ্ছন্ন করে রাখে।

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

শাফ্‌ক্বাত বলেছেন: এহহ!!!
:#) :D :) :!> :#>
লাভ নাই বলে, নিজের লেখা আমার ভালো লাগেনা বললেই চলে!!!
তবে লিখার সময় কয়েক কেজি আবেগ নিয়ে বসেছিলাম সেটা মনে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.