![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
আমাদের বাসায় চারদিকে চারটা বারান্দা। আমার মেয়েরা শুধু বারান্দায় সময় কাটায়। আমি একদিন প্রশ্ন করলাম, বারান্দায় এতো কী??
ওরা বললো, ওরা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখে, মেঘেরা সব একেক সময়ে একেক শেইপের হয়, কখনও দেখতে গাছের মত লাগে, কখনও একটা বেইবির মত লাগে...
বুকটা মুচড়ে ওঠে।
আকাশ দেখতে আমারও ভীষণ ভালো লাগতো! এখনও রিক্সায় চড়লেই আমি সামনে ডানে বাঁয়ে আকাশ দেখি।
কিন্তু ছোটবেলায়, আমাদের ঘরের সামনে একটা মাঠ ছিল, ঝুম দুপুরে সব বাড়ির আম্মুরা যখন ঘুম, তখন মাঠের কোণায় বসে চিকন একটা গাছে হেলান দিয়ে আমি আকাশ দেখতাম। নিজেকে নিজে গল্প শোনাতাম!
স্কুলের বড় মাঠের কোণায় কৃষ্ণচূড়ার গাছটায় হেলান দিয়ে আকাশ দেখতাম, আর গাছের পাতা ঝিরঝির করে পড়তে থাকতো!!!
আর আমার মেয়েরা আকাশ দেখে, হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়---বারান্দা থেকে।
তাও ভাগ্যিস, বাসায় এত বারান্দা ছিলো!! ভাগ্যিস সেই বারান্দা দিয়ে আকাশ দেখা যায়!!!
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪১
শাফ্ক্বাত বলেছেন: shunini to!!
Shunleo mone porchhe na
link chaii gaan er!
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
হাসান মাহবুব বলেছেন: অঞ্জন এর "টিভি দেখো না"। বলেন কী, শোনেন নাই এত সুন্দর গানটা! গান দিলাম। শোনার পর একটা ধন্যবাদ দিয়েন।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
শাফ্ক্বাত বলেছেন: হা হা হা, আসলেই সুন্দর গান!!
নাহ, ধন্যবাদ দিবোনা, আপনি খাটো হয়ে যাবেন!!
আমি ডাউনলোড করে নিয়েছি ফোনে
৪| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৪
অচিন্ত্য বলেছেন: আহা হা।
আমি হলে যে রুমে থাকতাম, তার ভাঙা জানলায় তাকিয়ে থাকতাম। জানলার ওপাশে শরতের এক রাতে দেখি মেঘ হয়ে গেছে বাঘ। বাতাসে মেঘের মুভমেন্ট এমনভাবে হচ্ছে যে মনে হচ্ছে বাঘটা দৌড়াচ্ছে...
আরেকবার তখন অনেক ছোট, হঠাৎ আকাশে তাকিয়ে দেখি বাংলাদেশের ম্যাপ
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩
শাফ্ক্বাত বলেছেন: বাংলাদেশের ম্যাপ?!!!
ওরে বাবা, তখন থেকেই তো কঠিন দেশপ্রেম, মাশাআল্লাহ!!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫
হাসান মাহবুব বলেছেন: "জানলা দিয়ে আকাশটাকে দেখ, টিভি দেখো না!"
বলেন তো কার গান?