নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা জীবন, খোলা বই, খোলা পাতা

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

শাফ্‌ক্বাত

একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।

শাফ্‌ক্বাত › বিস্তারিত পোস্টঃ

হারানো নাগাল

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:১১

তাকে ডাকছিনা

ফোন ধরছিনা।



জানি সে দাঁড়িয়ে দরজার ওপারে

প্রতীক্ষায় বসে, হাতে ফোন ধরে।



অভিমানে যে আজ চোখের আড়াল

হাত বাড়ালেই হবে হাতের নাগাল।



প্রতিদিন তাই ভাবি ছুটে যাই

শক্ত সে দুটি বাহুতে হারাই

যাক ধুয়ে মুছে যত অভিমান

তাকে শুনবো বলে ফোনে দেই কান---



না-পাওয়ার ক্ষতি আশায় ঢেকে

স্বপ্নের খাতা বুকে চেপে রেখে



মুহূর্তগুলো গড়ায় মাসে

কোথা থেকে শুনি খবর আসে

স্বপ্নের ঘরে পড়েছে তালা

সাঙ্গ হলো অপেক্ষার পালা



ডাকলেও সে আর ফিরবেনা

দরজার ওপাশে কেউ দাঁড়াবেনা।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪

ঝটিকা বলেছেন: যা একবার যায় তা যায়ই, আর ফিরে পাওয়া যায় না। যদি বা যায় আগের মত থাকে না আর।

অ.ট: আপু অনলাইনে আছ দেখে তোমাকে ফেস বুকে এ্যড রিকু পাঠাতে গেলাম দেখি অপশন নাই :(( , তাই মেসেজ দিয়েছি, দেখ।

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৬

শাফ্‌ক্বাত বলেছেন: আমার ফেবু প্রোফাইল তো ওপেন!!!
এড না-করেই স্ট্যটাস কমেন্ট করা যায় :)

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

মুহূর্তগুলো গড়ায় মাসে
কোথা থেকে শুনি খবর আসে
স্বপ্নের ঘরে পড়েছে তালা
সাঙ্গ হলো অপেক্ষার পালা

কবিতার ছন্দ বেশ হয়েছে। +++

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮

শাফ্‌ক্বাত বলেছেন: বেশি ছন্দ মিলাতে গেলে আবার আবেগ হারিয়ে ফেলি... :)

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪

ঝটিকা বলেছেন: হুম দেখলাম এখন। ঠিক আছে আপু

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪০

শাফ্‌ক্বাত বলেছেন: kintu ami to inbox check korlam.!!

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

মাক্স বলেছেন: সুন্দর!

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০০

শাফ্‌ক্বাত বলেছেন: ধন্যবাদ মাক্স!

৫| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৮

অচিন্ত্য বলেছেন: চমৎকার !
+++

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫১

শাফ্‌ক্বাত বলেছেন: ধন্যবাদ অচিন্ত্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.