![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
আমার বড়মেয়ে জাইনা, এলোমেলো সহ্য করতে পারেনা। ছোটটা ইচ্ছেমত খেলাধুলা করে এখানে সেখানে এটাসেটা ছড়িয়ে রাখে। আমি চুপচাপ দেখি, কিছুই গুছাইনা। জাইনা আমাকে নালিশের পর নালিশ করতে থাকে, আমি একটু অসহায় ভাব নেই "কী আর করবা...ছোটবোন আফটার অল..." নালিশ করে করে ক্লান্ত হয়ে কোমর বেঁধে শেষে নিজেই সে গোছগাছ আরম্ভ করে।
যখন গোছগাছ করে, সে এক দেখার মত দৃশ্য, লম্বা সময় হাতে নিয়ে সব উপুড় করে ফেলে, নতুন করে মুছে/ভাঁজ করে জায়গামত তুলে রাখা, তারপরে আবার ঝাড়ু হাতে নিয়ে ফ্লোর ক্লিন করা। এই গুছাগুছি প্রজেক্টের আওতায় অবধারিতভাবে আমার বইখাতাগুলোও পড়ে। গুছাতে গুছাতে সে যখন জাইবা কে বকা দিতে থাকে, আমাকেও ছাড়েনা---"উফ আম্মু বইগুলো জায়গামত রাখতে পারোনা?" কিংবা "তোমাকে কতবার বলেছি স্কার্ফের জায়গায় নেট আর নেটের জায়গায় স্কার্ফ রাখবেনা!!!" আমি মিনমিন করে একটা "সরি" কিংবা "আর করবোনা" গোছের কিছু বলে সটকে পড়ি।
জাইবার ডাস্ট এলার্জি। বোনকে সে যে হেল্প করতে চায়না, তা না, কিন্তু তার হাঁচি শুরু হলে আর থামতেই চায়না, যেটা পরে ঔষধ খাইয়ে থামানো লাগে। তাই বড়বোন তাকে বকা দিতে থাকে "জাইবা সরো তো, দুনিয়ার ডাস্ট এলার্জি সব তোমার, তাই কষ্ট করে আমাকেই এসব করতে হয়!!" সে তার নানুসোনাকে নালিশ করে, "আমিই তো জাইবাকে দেখে রাখি, ঘরদোর গুছিয়ে রাখি। আম্মু আমাকে তারপরেও আদর করেনা। নিজে তো কিচ্ছুই করেনা, শুধু আমাকে বকা দেয়।"
আর আমি অবাক হয়ে ভাবি, আমার এই জাইনাকে, এক পৃষ্ঠা হ্যান্ডরাইটিং লিখতে বল্লে এরুম-সেরুম পালিয়ে বেড়ায়। কত বকাঝকা করি, তবুও নামতা শেখাতে পারিনা। মেয়ে আমার কি বোকা, বুঝেইই না, যে এলোমেলো ঘর গোছানোর চেয়ে হ্যান্ডরাইটিং কিংবা নামতা প্র্যাক্টিস করা কত্তো সোজা!!!
(প্রথম প্রকাশ )
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৮
শাফ্ক্বাত বলেছেন: ধন্যবাদ!!
২| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১২
রোহান খান বলেছেন: ভালোলাগলো...ফটো গুলো দেখলাম...আসলেই কিউট দুইটা.
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৮
শাফ্ক্বাত বলেছেন: ধন্যবাদ!!
৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৯
আরজু পনি বলেছেন:
দারুন শেয়ারিং ! আপনার বলা কথাগুলো দেখতে পাচ্ছিলাম যেনো !
১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০৭
শাফ্ক্বাত বলেছেন: ধন্যবাদ আরজুপনি!
৪| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৭
অচিন্ত্য বলেছেন: পড়তে পড়তে কেমন এক করুণ মমতা গলার কাছে আটকে যায়। আমি ছবি দেখতে পাচ্ছি না কেন ? সবাই দেখছে কীভাবে ? আমি ওদের ছবি দেখতে চাই
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৩
শাফ্ক্বাত বলেছেন: আমার মনে হয় ওরা নীচের লিংকে গিয়ে ওদের ছবি দেখে এসেছে।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ!
৫| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, আপনার মেয়ে মোটেই বোকা না। কথা হল ওর যেটা ভাল লাগছে সেটা ও করছে, বাচ্চারা এমনই করে...
২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৮
শাফ্ক্বাত বলেছেন: তা অবশ্য ঠিক!
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮
ইমরাজ কবির মুন বলেছেন:
।
সুন্দর লিখা।
ছবি দেখলাম, কিউট ২টা পিচ্চি
শুভকামনা সবসময়ের জন্য||