নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা জীবন, খোলা বই, খোলা পাতা

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

শাফ্‌ক্বাত

একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।

শাফ্‌ক্বাত › বিস্তারিত পোস্টঃ

লাল নীল সংসার

২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৭

সেদিনের কথা ভাবো,

তুমুল মেজাজ খারাপ করে তুমি আমাকে পাশ কাটিয়ে চলে গিয়েছিলে।

আমি তোমার চলে যাওয়া দেখতে দেখতে বেহায়ার মত হে-হে করে হেসেছিলাম।

তুমি বলেছিলে “আর কোনওদিন আপনার সামনেই আসবো না”

আমি বলেছিলাম “আমার সামনে যেদিন আসবে, সেদিন যেন মনে থাকে!”



মনে পড়ে?

যেদিন দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়েছিলে আমার বুকে

আমি শপথ নিয়েছিলাম তোমার কালো চোখে আর বিষাদের কাজল আঁকবোনা।

তুমি বলেছিলে “বারবার এত কষ্ট না দিয়ে একেবারেই মেরে ফেলতে পারো না?”

আমি বলেছিলাম “এইই শেষ, আর কোনওদিন কষ্ট দেবোনা, প্রমিজ!”



আমাদের স্বপ্নদেখা শুরু হলো সেইদিন

যেদিন তোমার হাত নিলাম আমার হাতে,

আমার ঠোঁটে পান করলাম তোমার ঠোঁট।

আমাদের লাল-নীল সংসার পাতি রিক্সার হুডের নীচে

নাহয় তুলীনদের বাসার পেছনের সেই বারান্দায়!



আমি কিন্তু এরপরের সবটুকু ভুলে গিয়েছি

শুধু মনে রেখেছি আমাদের স্বপ্নের সেই সংসার।

কথা দিয়েছিলাম পাহাড়ের ধারে বাড়ি বানাবো আমাদের

ঝর্ণায় স্নান সেরে ভালোবাসবো কাঠের ঘরের মেঝেতে।



আমি আজও সেই পাহাড় খুঁজে বেড়াই,

যেখানে থাকবে আমাদের ঝর্ণা আর ছোট্ট একটা জঙ্গল।

আমি বারান্দায় বসে বই পড়বো,

আর তুমি আমার কোলে মাথা রেখে গান গাইবে!



আমি কথা দিয়েছিলাম তাই,

একদিন ঠিক সেই ঘর বাঁধবো। আমাদের ঘর।

আমি জানি সেদিন তুমি ফিরে আসবে। আমার কাছে।

আমাদের স্বপ্নের ছিমছাম সংসারে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৪

শুঁটকি মাছ বলেছেন: অসাধারণ!!!!!!এত সুন্দর কবিতা!!!!!!!!

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৭

শাফ্‌ক্বাত বলেছেন: ধন্যবাদ শুঁটকি মাছ!

২| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৬

নূর আদনান বলেছেন: সেইরাম হইছে......এক্কেবারে মোহময় সপ্ন...

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬

শাফ্‌ক্বাত বলেছেন: থ্যংক ইউ আদনান :)

৩| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা ...

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৮

শাফ্‌ক্বাত বলেছেন: ধন্যবাদ আপা।

৪| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬

হাসান মাহবুব বলেছেন: প্লাস।

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯

শাফ্‌ক্বাত বলেছেন: ধন্যবাদ :)

৫| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০

ফারজুল আরেফিন বলেছেন: ২+ :)

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৯

শাফ্‌ক্বাত বলেছেন: ধন্যবাদ ফারজুল :)

৬| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৪

আমি ইহতিব বলেছেন: লাল নীল সংসারের গল্প ভালো লাগলো। দারুন লিখেছেন।

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৩:১১

শাফ্‌ক্বাত বলেছেন: ধন্যবাদ অনেক :)

৭| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৭

অচিন্ত্য বলেছেন: আমি এতবার তোমার হাত ধরে হেঁটেছি যে, তোমার হাতের থেকে আমার হাতের স্পর্শ মুছতে পারেবে না। আমি এতবার তোমায় স্বপ্নে দেখেছি, তুমি আমার স্বপ্ন থেকে বেরিয়ে কখনো সামনে দাঁড়াতে পারবে না।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫

শাফ্‌ক্বাত বলেছেন: A lot of thanks for ur wonderful comment!!!
(I don't know why I can't find Bangla font from my cell)
:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.