![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
নাহ আমার ঘুম আসছেনা।
আমি তোমার পাশে শুয়েই
ঘরের ছাদের দিকে তাকিয়ে থাকি।
বুকের ভেতরে কোথায় যেনো,
তোমার বলা কথাগুলা আঘাত করে,
অনেক গভীর সেই আঘাত।
তোমাকে সেই আঘাতের খোঁজ দিতে পারিনা।
তুমি টেরও পাওনা।
সেই কথাগুলা আমি ভুলে যেতে থাকি,
তবু ওই আঘাতটা যায়না।
আমি বোবা হতে থাকি একটু একটু করে প্রতিদিন।
তুমি জানতেই পারোনা কেনো কিভাবে।
আমি আঘাত নিতে থাকি আর বিবর্ণ হতে থাকি।
কি করবো বলো তো,
আমি যে বলতে পারিনা!
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৬
শাফ্ক্বাত বলেছেন: ধন্যবাদ অন্ধ দাঁড়কাক।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৮
হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখলাম। কেমন আছেন?
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৭
শাফ্ক্বাত বলেছেন: হুম, অনেকদিন পরেই যে প্রশ্নটা করলেন তার উত্তর তো একটাই হয়
ভালো আছি ভাই। ধন্যবাদ জানতে চাওয়ার জন্য!
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২১
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: ১ বছর পরে কেন ??
ShowCause
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৯
শাফ্ক্বাত বলেছেন: হা হা হা
অনেক ভয় পেলাম শো-কজ লেটার পেয়ে। আমি কি মাফ পেতে পারি? ফোন-ভার্সনটা খুব বাজে, লিখতে পড়তে দুইই কষ্ট, আজকে বহুদিন পর পিসি থেকে ঢুকলাম, তাই মন্তব্যের উত্তর দিচ্ছি। আমি নতুন একটা লেখা এখনই পোস্ট করে দিচ্ছি, আশা করি তাতে একটু ক্ষমা পাওয়া যাবে
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৮
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: ভূয়া পোষ্ট দিয়া মাফ পাওয়া যাইবো না , মাফের ম্যালা দাম ।
১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪
শাফ্ক্বাত বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগা থাকলো।