![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
সে আমার লাইফ হেল করে দিয়েছিলো। বিত্ত যশ আয়েশের বিনিময়ে সে কেড়ে নিয়েছিলো আমার ছোট ছোট খুশী, মানেহীন পাগলামি আর স্বপ্নগুলা। কিসের একটা মোহে তার কাছে ছুটে গিয়েছিলাম কিন্তু যত দিন পার হলো তার অন্তঃসারশূন্যতা চোখে পড়েছে কেবল।
টের পেলাম তার বাইরেরটাই চাকচিক্যময় কিন্তু তার হৃদয় বলে কিছু নেই। তার সান্নিধ্যে থেকে আমি একটু একটু করে হারিয়েছি মনুষ্যত্ব, চাড়া দিয়ে উঠেছিলো আমার ক্ষুদ্রতাগুলো।তাই দম আটকে মারা যাবার আগেই আমি বের হয়ে এসেছি তার নাগাল থেকে। কিংবা বের করে দিয়েছি তাকে আমার জীবন থেকে।
We were not made for each other.
জানি এখনো অনেকে তার প্রেমে পড়ে, তার জাঁকজমক দেখে আকৃষ্ট হয় কিন্তু আমি তার কাছ থেকে প্রাণপণে দূরে থাকতে চাই। আমার জীবনের ১৪টা বছরের হারানো প্রাণ আমি একটু একটু করে ফিরিয়ে আনতে চাই।
সেই বিভীষিকাময় ঢাকা শহর কেবল দূর থেকেই ভালো। সে আমার জন্য নয়, আমিও তার জন্য নই।
আমার ছোটবেলার প্রেম চট্টগ্রাম, আমার শেষ জীবনের ছায়া চট্টগ্রাম। আমাকে এখানেই থাকতে দাও!
প্রথম প্রকাশ
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৩
শাফ্ক্বাত বলেছেন: ঠিক, তাই না? আপনি আসল পয়েন্টটা ধরতে পেরেছেন একদম।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৪
শাফ্ক্বাত বলেছেন: আপনি ভালো লাগা রেখে গিয়েছেন এটা সত্যি ভালো লেগেছে। শুধু সেটা এপ্রিশিয়েট করতে আমার অনেক দেরি হয়ে গেলো ভাই।
৩| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫০
মুহসিন বলেছেন: এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাহসী সিদ্ধান্ত ছিলো। ধন্যবাদ তা নিতে পারায়।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪২
শাফ্ক্বাত বলেছেন: আসলেই, অনেক বড় ডিসিশন ছিলো। এমন একটা টার্নিং পয়েন্ট যে পুরা জীবনধারাটাই বদলে গিয়েছে। আমি নিজেও বদলে গিয়েছি হা হা হা।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০২
সেভেন বলেছেন: বিত্ত যশ আয়েশের বিনিময়ে সে কেড়ে নিয়েছিলো আমার ছোট ছোট খুশী, মানেহীন পাগলামি আর স্বপ্নগুলা। কিসের একটা মোহে তার কাছে ছুটে গিয়েছিলাম কিন্তু যত দিন পার হলো তার অন্তঃসারশূন্যতা চোখে পড়েছে কেবল।