![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
দেশী বলো, ধর্মীয়, শিক্ষিত যাই হোক-
গম্ভীর ভাবধরা হামবড়া সবলোক।
হাসলে ভীষণ পাপ, সম্মান তাতে যায়
লোকভীড়ে তালি দিতে হাত বড়ো চুলকায়।
দোষ আর বেয়াদবি খুঁত খুঁজে ব্যস্ত
অন্যের দায়িত্ব তার 'পরে ন্যস্ত।
হিউমার বলে কিছু নাই অভিধানে তার
টেনশনে টেনশনে জীবনটা হয় পার।
চিল নেয় কান আর আহাজারি তাতে খুব,
হুজুগের তালে পড়ে হয়না তো সে বেকুব।
গালভরা ডিগ্রীর কাগজের অনেক দাম
লোকে যদি নাই দ্যাখে, কেনো ধর্মের নাম?
মায়ে বাপে গুলি মারো সমাজকে মানা চাই।
বিপদে পড়লে জেনো তাদের খবর নাই।
আপনারে বড় বলে অপরকে দে গালি
কথা বেশি কাজে কম আদর্শ বাঙালি।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৩
শাফ্ক্বাত বলেছেন: হা হা হা, বুঝার জন্য অনেক ধন্যবাদ।
২| ২২ শে মার্চ, ২০১৫ রাত ৩:০০
***মহারাজ*** বলেছেন: ভালো লেখেছেন ।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৪
শাফ্ক্বাত বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৫
আমি মিন্টু বলেছেন: হুম বুঝেছি আপনি ভালো লেখতে পারেন ।