![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
আমাদের সেইসব চেনা কথা গুলি,
ছোট-ছবি, ছোট রং স্বপ্নের তুলি,
হাসি গুলো অকারণ, পিছুটানহীন
নির্ভার মুহূর্তে কেটেছিলো দিন।
ছিলোনা অচেনা কিছু ছিলো না তো ভয়
নিজেরাই নিজেদের বড় আশ্রয়।
মুহুর্ত হয়ে গেলো বছর সমান।
বিস্বাস হার মানে, জাগে অভিমান।
কাছের মানুষ কেন চলে যায় দূরে?
ভুলতে চেয়েও কেন শুধু মনে পড়ে?
পাথর-জমানো নীল তাই বুক জুড়ে
অনুক্ত কথামালা ছটফট করে!
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৮
শাফ্ক্বাত বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমারো বেশ ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬
হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো।