![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
১. আয়না কি আর ধোঁকা দেবে?
সত্যি আছে, নাই তো ভুল!
চকচকিয়ে মারছে উঁকি
দুতিনখানা পাকা চুল!
ভাবছি দেখে সম্মোহনে
যাচ্ছে সময় নেই তো রাশ।
স্মৃতির ভেলায় হারাচ্ছি বেশ
নস্টালজিয়া করলো গ্রাস।
২. মরবি যখন বুঝবি সেদিন
কিছুই যে তোর নিজের না।
হাত পা ঠোঁটে সাক্ষী দিবে
তোর কথা কেউ কবে না।
বিঘা কানি গন্ডা ফাঁকি
আড়াই হাতই ঠিকানা।
আপন ভেবে টানিস যাদের
কেউ তো সাথে যাবেনা!
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৯
শাফ্ক্বাত বলেছেন: হা হা হা, একদম ঠিক ধরেছেন।
২| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর উপলব্ধির কবিতা ।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪০
শাফ্ক্বাত বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য।
৩| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৪
ঝটিকা বলেছেন: ভালো লাগল
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪০
শাফ্ক্বাত বলেছেন: তাই? ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৪
হাসান মাহবুব বলেছেন: মিডলাইফ ক্রাইসিস যাচ্ছে নাকি কবি?