নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা জীবন, খোলা বই, খোলা পাতা

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

শাফ্‌ক্বাত

একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।

শাফ্‌ক্বাত › বিস্তারিত পোস্টঃ

এটুকুই বলার ছিলো

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০০

শাশুড়ি কথাপ্রসংগে একদিন খুব ব্যঙ্গ করে বলেছিলেন আমাকে, "হ্যা জানি তুমি একজন ব্লগার।" ব্লগার শব্দটা উনি এমন এক টোনে বল্লেন, যেন এটা খুবই ন্যাক্কারজনক এক কাজ। হজম করা ছাড়া আর কোনও উপায় থাকেনা এমন পরিস্থিতিতে। ব্লগার শব্দটা সেই শাহবাগের আমলে এমন পচে গিয়েছে, যে এর উৎপত্তি বা মানে কাউকে বুঝানোর চেষ্টা করাটাই বৃথা। তারা ব্লগ কী জানার আগেই ব্লগার কী জেনে বসে আছে। সেইসময় আমার আত্মীয়পরিজন কারণে অকারণে খবর নিতেন আমার, খুন টুন হয়ে যেতে পারি, কারণ আমি "ব্লগার।"
এই ব্লগের কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ আমার নিজেরো জানা ছিলোনা যে লিখতে আমি এতো ভালোবাসি। পাসওয়ার্ডটা কাজ করছিলোনা, রিসেট করে আবার ঢুকলাম কিছুদিন আগে।
মেহমানের মতো নিজের লেখাগুলি পড়লাম, কমেন্টগুলি পড়লাম। বনফুলের "পাঠকের মৃত্যু" গল্পটা মনে পড়ে গেলো।
সেই আমি ২০০৮ থেকে ২০১৮ তে এসে এখন অন্য কেউ হয়ে গিয়েছি মনে হয়। এমন এলোমেলো লেখাগুলা নিয়ে কেন এতো এক্সাইটেড থাকতাম কে জানে।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯

ভুয়া মফিজ বলেছেন: শাশুড়ীর কি বললো না বললো তা নিয়ে বেশী চিন্তা করার দরকার নাই। নতুন উদ্যমে আবার লেখালখিতে ঝাপিয়ে পড়ুন। আমরাও একজন অভিজ্ঞ ব্লগারের লেখা পড়ি!

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

শাফ্‌ক্বাত বলেছেন: শাশুড়ির কথায় যে লেখা ছেড়েছি, তা নয়। তবে শাশুড়ির ছেলের ইনফ্লুয়েনস যে একেবারে নাই সেটা বলবোনা।
আগে সাদাকালো স্ক্রিনে লিখতাম, এখন নিজের ভেতরে লিখে নিজেকেই পড়ে শুনাই।
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

কাওসার চৌধুরী বলেছেন:



নতুন উদ্যোমে আবার লেখা শুরু করুন; শুভ কামনা রইলো ৷

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

শাফ্‌ক্বাত বলেছেন: জানিনা লিখতে পারবো কিনা আগের মতো, নিজেকে কেমন একটু আদুভাই গোছের লাগছে বহুদিন বাদে এসে। চেষ্টা করবো। উৎসাহের জন্য ধন্যবাদ।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে আপনার ভাবনাচিন্তা বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, সেগুলো তুলে ধরুন।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

শাফ্‌ক্বাত বলেছেন: হা হা হা, সত্যি সময়ের সাথে অনেক কিছু বদলেছে, ব্লগপাড়াও অনেক আধুনিক হয়েছে। নিজেকে বেশ সেকেলে মনে হচ্ছে।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১

আশাবাদী অধম বলেছেন: আপনি তো দেখছি বুইড়া একজন ব্লগার। আবার নিয়মিত হোন।

বাই দ্যা ওয়ে, আমার কিন্তু কখনোই মনে হয়নি যে দেশের মানুষ ব্লগার মানেই নাস্তিক এভাবে জেনেরালাইজ করে ফেলেছিলো। বরং ব্লগে নাস্তিকও আছে। ভালো লেখকও আছে। এমন ধারণাই আমি সাধারণ মানুষের মধ্যে দেখতে পেয়েছি। কিন্তু প্রগতিশীলরা হেফাজতকে গুজব প্রচারের দায়ে দায়ী করতে এগুলো ছড়িয়েছে বলেই আমি মনে হয়।

যাহোক যার যেটা বিশ্বাস। আসল কথা হলো আপনি লেখালেখির মশকো চালিয়ে পুরনো লেখকসত্ত্বা উদ্ধার করুন। অস্ত্র জমা দিলেও ট্রেনিংতো আর জমা দেননি।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৫২

শাফ্‌ক্বাত বলেছেন: আপনার যা মনে হয়নি, অনেকের তা মনে হতে বাধা কোথায় বলেন? না দেখে না বুঝে যারা শোনা কথায় চিল ধরে, এমন মানুষেরাই তো ব্লগের কনসেপ্টটাই পচিয়ে ছেড়েছে সেই সময়ে।
ট্রেনিং আপডেইট করা লাগবে মনে হচ্ছে, মনে হয়না নতুন জামানায় তাল মেলাতে পারবো। তবু ভালো লাগছে, চেষ্টা করতে পারি আবার, দেখি।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

মনিরা সুলতানা বলেছেন: ওয়েলকাম ব্যাক শাফকা !!!
আশা করছি আবার ও এলোমেলো লেখায় ডুবব ।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

শাফ্‌ক্বাত বলেছেন: আপা কেমন আছো? জানো খুব ভালো লাগছে তোমার কমেন্ট পেয়ে। ফোন থেকে লেখালেখি করা একটু পেইনের ব্যাপার। বুড়া হয়ে গিয়েছি বলেই হয়তো বেশি পেইন নিতে পেইন লাগে। ;)

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঐ অধম জানলো কীভাবে আমি ঐ কথাটাই বলবো?

ব্লগে আসতে আগ্রহ জন্মেছে, এটা ব্লগের জন্য ভালো লক্ষণ। ও আচ্ছা, ওয়েল্কাম্ব্যাক।

নিরাপদ সড়ক আন্দোলন থেকেই ব্লগে চাঙ্গা ভাব লক্ষ করা যাচ্ছে। আমিও খুব একটা ব্লগে সময় দিতাম না, ভালো লাগতো না বলে। এখন দেখছি খারাপ লাগে না।


শুভেচ্ছা রইল।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

শাফ্‌ক্বাত বলেছেন: অধম নিশ্চিন্তে আপ্নের সাথে চলে বলেই হয়তো একিরকম চিন্তা করে।
ব্লগের পাসওয়ার্ড ভুলে গিয়ছিলাম, আর ফেইসবুকে বাংলা লিখালিখি সুবিধা হওয়ার পর ব্লগ সত্যি অবহেলার শিকার হয়েছে অনেক।
আপনার জন্যেও শুভকামনা।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০০

চিটাগং এক্সপ্রেস বলেছেন: যার যা কিছু বলার বলুক, আপনি আপনার মত করে ব্লগিং চালিয়ে যান

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১২:০০

শাফ্‌ক্বাত বলেছেন: হা হা হা, কারো বলার জন্য কিছু থেমে থাকেনা তেমন একটা। আমি লেখালিখির ব্যাপারে কিঞ্চিৎ অলসবাবাজী হয়ে গিয়েছি মনে হয়।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: আপনার জন্য শুভকামনা।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১২:০২

শাফ্‌ক্বাত বলেছেন: ধন্যবাদ

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

যাযাবর চখা বলেছেন: শ্বাশুড়ি ব্লগের কিছু বুঝে না, তাই ওইকথা বলছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১২:০৩

শাফ্‌ক্বাত বলেছেন: :)
বোঝেনা তো বটেই। বুঝলে কি আর অমন বলতো? আমার ধারণা উনি নিজেই হয়তো ব্লগার হয়ে যেতেন, যদি সত্যি বুঝতেন।

১০| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪

মনিরা সুলতানা বলেছেন: আমি নিজে ও সেদিন তোকে পেয়ে আনন্দিত ছিলাম , তোদের সবাই ব্লগে দেখে আমার ব্লগিং শুরু; এক সময় তোরা সবাই ব্যস্ত হয়ে গেলি। আমি রয়ে গেলাম একা ।

আমি সেলফোনে মাঝে মাঝে খুললে ও মন্তব্য বা লেখালিখি এখন ও ল্যাপটপ ই ভরসা। আশা করছি নিয়মিত পাবো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.