![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ১৬ ডিসেম্বর ২০১৭ , জীবনের আলো সেচ্ছাসেবী সংগঠন তাদের অনলাইন ব্লাড ব্যাংক চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে । এই সেবার মাধ্যমে দেশের যেকোনো নাগরিক সকল জেলায় খুব সহজেই সংগঠনের সেচ্ছায় রক্তদাতাদের খুঁজে পেতে পারবে ।
ব্লাড ব্যাংকের ওয়েবসাইটে (http://blood.jiboner-alo.org) গিয়ে যেকেউ নিজেকে ডোনার হিসাবে নিবন্ধন করতে পারবে । আবার ব্লাড গ্রুপ এবং জেলা লিখে সার্চ করে জরুরী মুহূর্তে রক্তদাতার খোঁজ পাওয়া সম্ভব ।
এই বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, “অনেক আগে থেকেই ইচ্ছে ছিল এমন কিছু একটি করার । অনেক সময় জরুরী মুহূর্তে রক্ত পাওয়া যায় না , অনেক রোগী প্রতি বছর রক্তের অভাবে মারা যাচ্ছে । বিষয়টি এমন নয় যে আমাদের মাঝে রক্তদাতা নেই তা নয় , বরং দেখা যায় জরুরী সময়ে সেচ্ছায় রক্তদাতাদের সাথে যোগাযোগের কোন সুত্র থাকে না । আর আমরা সেই যোগসূত্র হিসাবেই যাত্রা শুরু করেছি । আশা করি এটি সমৃদ্ধ হলে একটি বড় রক্তের সংগ্রহশালা সবাইকে উপহার দিতে পারবো। এখনো ডোনার আপলোড এর কাজ চলছে, আশা করি ৪/৫ দিনের ভিতরে আমরা কয়েক হাজার রক্তদাতার সংগ্রহ সবাইকে উপহার দিতে পারবো ।”
জীবনের আলোর অনলাইন রক্ত সেবা মিলবে সম্পূর্ণ ফ্রী তে । কোন ধরনের বিনিময় ছাড়াই স্বেচ্ছাসেবকগণ রক্তদান করে থাকে । ২০১৫ থেকে বর্তমান পর্যন্ত অফলাইনে রক্ত সরবরাহ করে আসছিলো সংগঠনের সেচ্ছাসেবীগণ ।
সংগঠনের সহযোগিতা সম্পর্কে শাহাদাত হোসেন আরও বলেন, “ এটি বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যাত্রা শুরু করলেও আমরা বর্তমানে ৩ টি জেলায় আমাদের সেবা দিয়ে আসছি । সামনে আরও বিস্তৃত করতে কাজ করছি । এখনো নিজেদের অর্থায়নে কোন স্পন্সর ছাড়াই আমরা কাজ চালিয়ে আসছি । আমাদের সকল কার্যক্রম পরিচালনা করতে সকলের একটু সাহায্যই যথেষ্ট ।”
জীবনের আলোর ব্লাড ব্যাংক এর সাইটে গিয়ে নাটোর - ১ এর এমপি মহোদয় এর প্রশংসাপত্র চোখে পড়ে, তিনি বলেছেন, “ আমি এই ধরনের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড সমাজের জন্য ইতিবাচক হিসাবে দেখছি । অনলাইন ভিত্তিক রক্তদান সেবা সত্যিই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প । তরুণদের সাথে এমন একটি সংগঠন প্রতিষ্ঠার জন্য শাহাদাত হোসেনকে আমি ধন্যবাদ ।
. - এমডি আবুল কালাম এমপি
আসনঃ নাটোর - ০১ ”
উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে সংগঠনের যাত্রা শুরু করে । সংগঠনটি ইতিমধ্যে ১১ টি প্রোজেক্ট সম্পূর্ণ বাস্তবায়ন করেছে । সম্পূর্ণ অলাভজনকভাবে পরিচালিত হয়ে আসছে সংগঠনের কার্যক্রম । মোট ৫ টি ডিপার্টমেন্টের একটি স্বাস্থ্য ও রক্ত ডিপার্টমেন্ট, আর এই ডিপার্টমেন্টের উদ্যোগেই এই পথচলা । সেচ্ছাসেবীমূলক এ জাতীয় কার্যক্রম পরিচালিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা ।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: অনেক শুভ কামনা।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭
তারেক ফাহিম বলেছেন: সফলতা কামনা করছি।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার উদ্দ্যোগ ,
শুভ কামনা আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২১
ডঃ এম এ আলী বলেছেন: জীবনের আলোর সাফল্য কামনা করি ।
শুভেচ্ছা রইল