নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

কী কারণ!

২৬ শে মে, ২০১৫ বিকাল ৪:০৫

৩২ডিগ্রী সেন্ট্রিগ্রেড তাপমাত্রা এখন,এ শহরে,
কালো ধোঁয়া,কোলাহল আর ৩৬ ইঞ্চি ফ্যানের শনশনে ভ্যাপসা হাওয়া..
ঘর্মগ্রন্থির মুখে ফোটা-ফোটা নোনতা জল,আটালো করে দেয় এ দেহ!
তৈলাক্ত অবয়ব আর লাল তেলে ভাসা ভাসা সবজি অম্লে ভরিয়ে দেয় পাকস্থলি;
শিমুল তুলার খাটে ছারপোকা বর আর আমার পিঠের সহবাস প্রতিরাতে নতুন দম্পতির মতই।
এতোকিছু সয়ে যায় একটা শরীর-একটা মুখের কথা ভেবে!
এতোকিছু মেনে নেয় একটা মন-একটা মনের দাবীতে!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৩

বাংলার জমিদার রিফাত বলেছেন: হা মনের jonno e to eto kichu

২| ২৬ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম,ভাই ঠিক তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.