নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

যদি বাঁচি আরেকবার!

২৪ শে জুন, ২০১৬ রাত ১১:২৭


যদি আরেকবার বাঁচি,
কিছু ঋণ রেখে দেব,কিছু দিয়ে দেব শোধ
যদি বেঁচে ফিরি,
কিছু কথা শুধরে নেব,কিছু দিয়ে বানাব স্মৃতিসৌধ!
যদি আরেকটিবার বাঁচি,
কিছু পথ একবার ঘুরব,কিছু বারং বার!
যদি আবারও বাঁচি,
কিছু আবেগ কবিতার জন্য রাখব,বাকিটুকুন ছাড়খার!
যদি আবারও বাঁচার সুযোগ পাই,
তবে,বন্ধু বাড়িয়ে দেব,শত্রুর খাতায় দেব আগুন!
যদি একবার বাঁচি,
তোমাকে বলবঃ ভালোবাসতাম!
বাসন্তী রং,এক চিলতে হাসি আর ফাগুন।

যদি সত্যিই বাঁচি একবার,
মুক্তি দেব ভালোবাসার পায়রা,
গুড়িয়েই দেব ঘৃণার দেয়াল;
ক'কাল বাঁচে মানুষ!?
ভালোবাসায় কি তাতে দোষ,
আজ বেঁচে আছি,তাই দিয়ে যাই...
যদি না পাই আর কোন কাল..!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৬ রাত ১২:৩৯

অতৃপ্তচোখ বলেছেন: আমার ভাল লেগেছে। ইচ্ছে গুলো বেশ। ভাল একখান কবিতা পড়লাম। কবি'কে শুভেচ্ছা দিলাম। শুভ হোক পথচলা। একবার নয়ে, আরেকবার নয়, বারবার আপনি বেঁচেই থাকেন

২| ২৫ শে জুন, ২০১৬ রাত ১২:৪২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: #অতৃপ্তচোখ,অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.