| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহেদ শাহরিয়ার জয়
আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।
আমার অবহেলা,
আর তোমার যাবার বেলা,
আকাশ ছিল দারুনই চুপ,
চোখে স্রোতের ভেলা।
আমার যত চাওয়া,
তোমারই না পাওয়া,
মিথ্যে করে দিয়ে গেছে সব,
আমার ভাঙ্গা মন,
তোমার উচাতন,
থামিয়েছে, সহস্র দিনের কলরব!
আজও আমি একা বসে,
ভাবছি তুমি,এইতো পাশে!
আমার সৃজন,জীবন-যাপন,
তোমায় ঘিরেই বাঁধা,
যেদিন তোমায় ছাড়তে হবে,
এ আমি না রবই ভবে,
তোমায় শুরু,তোমাতে শেষ,
এ ছিল ওয়াদা//
২|
১৬ ই মে, ২০১৭ রাত ২:২৭
কানিজ রিনা বলেছেন: বেশ সুন্দর কবিতা ভাললাগা রইল
ধন্যবাদ।
৩|
১৬ ই মে, ২০১৭ রাত ৩:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই। মুগ্ধতা রইল কবিতায়।
শুভকামনা আপনার জন্য।
৪|
১৬ ই মে, ২০১৭ সকাল ৯:৪৫
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: ভালো লাগলো ওয়াদা +++++
৫|
১৬ ই মে, ২০১৭ সকাল ১০:১১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
৬|
১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:১১
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ,সবাইেক..ভালা লাগা দেয়ার জন্য।আপনাদের ভাল লাগাই আমার অনুেপ্ররণা..
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৭ রাত ১:১২
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা।