![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।
তাঁর বদন টা পুরো কাহিনীর সেই অপ্সরা মেনোকার মতো ছিল না;
ছিল না কল্পিত সেই ক্লিওপ্রেট্টাও,
কিংবা লিওনার্দোর মনে ঠাঁই পাওয়া মোনালিসা',
ঊপখ্যানের শকুন্তলার মতোও সে নয়,
নয় সে বার বৎসের সাধনায় এক পলক ধরা দেওয়া 'রজকীনি'!
সে?
সে অতি সাধারণ এক ললনা,
অপ্সরী কিংবা দূর্লভ মানসী নয়;
কিন্তু ;
তাঁর চলাতে গতি আছে,
বলাতে আছে আবেগ!
চাহনীতে ঈর্ষা আর ভালোবাসা দু'টোই আছে,
হৃদয়ের মাঝে আছে জীবনের লোলুপতা!
তার স্বপ্ন আর আশাতে আছে :মাদকতা!!
চোখেতে তাঁর শতবর্ষের আলোক!
তাঁর চলাতে,বলাতে কিংবা স্বপ্নের মাদকতাতে-
পরাজিত অপ্সরা মেনোকা,ক্লিওপ্রেট্টা কিংবা লিওনার্দোর মোনালিসা!
সে কোন ঊপখ্যান কিংবা বার বৎসের সাধনা নয়;
সে এ জীবনে বাস্তব:
বার (১২) দিন কিংবা মাসের লুকানো ইতিহাস!
২| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১:২৬
সচেতনহ্যাপী বলেছেন: সে অতি সাধারণ এক ললনা,
অপ্সরী কিংবা দূর্লভ মানসী নয়;
কিন্তু তারপর, হারিয়েছে, সবাইকে!!
৩| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৪
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অপ্সরাদের এমনিতেই অসাধারন সব কাহিনী আমরা শুনতে অবস্ত্য,তাই সাধারণ ললনাকেই অসাধারন লেগেছে আমার!
কেন,সেটা বলাই আছে,অসাধারণ হবার জন্য রূপ ছাড়াও অনেকগুলা উপাদান লাগে,যেটা ওর ছিল!
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৭ রাত ১২:২২
মার্ক জুকারবার্গ বলেছেন: মিয়া ভাই, চট-জলদি একটা বলে ফেলুন তো, আপনি কার মাল্টি-নিক ?