নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

মুখোশ!

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৬

তোমাদের এ সভ্যতার মতো
তোমাদের ও কোন লজ্জা নেই;

চোখে কামনার আগুন,
জিহ্বায় তেতুলের জল,
জ্বালামুখে দূষিত হরমোন!



তোমাদের কোনই লজ্জা নেই,
নির্জন ফুটপাত,লোকরণ্য কিংবা ঝুপড়িতে
তাই অবার্চীন অানন্দ কুড়াও!
বাদামের ফেলে আসা খোসা,পটেটোর ছেড়া প‌্যাকেট আর রাবারের খামে আটকানো
DNA' স্বাক্ষ্য দেয়: তোমরা নির্লজ্জ!

কখনো আপোসে,
কখনো বা অভ্যেসের তাড়নায়
খুলে পেলো লজ্জার ফিতা-হ্যাছকা টানে!

কখনো বন্ধু' নামে,কখনো যাচিত পুরুষ,
অযাচিত `গৃহপালিত শিক্ষক'
কিংবা দু'কদম হেটে পরিচিত মুসাফির;
এর চেয়ে বেশি কিছু লাগেনা তোমাদের,
ঢ়ের কোন যুক্তি ও লাগে না-
নষ্টপথের ইশারায় সাঁড়া দিতে!


হ্যাঁ,তোমাকেই বলছি!
ভেবে দেখেতো,তুমি কি তাদের দলে নও?!


সবাইকে 'টাঙ্গাইলের পল্লী'তে যেতে হয় না;
কিছু মানুষ পাকস্থলির জ্বালাও পোহায় না।

তবুও,শহরের অলিগলি,ফুটপাত-ডাস্টবিনে প্রাণহীন প্রাণের অস্বিত্ব মিলে রোজ!

অথচ তোমরাই ; সভ্যতার চাদরে নিজেদের ঢেকে বলো:
'আমরাই সেরা সভ্য!'
আর গলির ঐ কুকুরের মুখে তোমাদেরই সভ্যতার চিহৃ: অস্ফুট নাক-চোখ,হাত-পা ,অপদামস্তক!

এভাবেই মানুষ' তোমরা 'অমানুষ' হও,
নির্লজ্জ হও,
এ লজ্জা ঢাকার যে কােন মুখোশ কিংবা অাবরণ নেই!



শাহেদ শাহরিয়ার জয়
ছবি-সংগৃহীত


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের ছবি দেয়া কি সঠিক? আপনার মাথা কাজ করছে তো?

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: চাদগাজী ভাই ,আমি ছবিটা নিজে বানাই নি,এটা নেট থেকেই নেয়া । আর ব্লগে মনে হয় না এমোন মানুষ আছেন যারা এ ছবি দেখে আঁতকে উঠবেন। আপনার মন্তব্যতে সবসময় এমন একটা ভাব থাকে,তবুও আমি সহজ ভাবেই নিলাম।কারণ আমি জানি আমার মাথা এবং মাথার ভিতরের জিনিসগুলাও ঠিকই আছে।আর তাই ,ছবিটাও সরিয়ে দিলাম,কথা অনেকভাবেই বলা যায় ভাই। ধন্যবাদ।

২| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৪

কূকরা বলেছেন: যথারীতি পাঁদগাজীর আরেকটা মাতব্বরি টাইপের পাঁদ। হালার পাঁদের গন্ধে ব্লগে টেকাই দেখি দায় হয়ে যাচ্ছে।

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: থাক ভাই,অগ্রজরা একটু বল্লে মেনে নিই,মেনে নিতে শিখলে মাথা নত হয় না,বরং ভদ্রতাই প্রকাশ পায়।এটার নামই বোধয় মূল্যবোধ!

৩| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন চপটোঘাত!

কথিত সভ্যতা আর সভ্যদের গালে!

আত্মিক বোধহীন ভোগবাদী ইজমের এইতো ফল!!!যার পিছে ছুটছে সবাই বেহুশ!!!


কবিতায় ++++

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই। অনুপ্রেরণা পেলাম মন্তব্যে। ভোগবাদীতাই লজ্জা আর মানবিকতাটাও গিলে খাচ্ছে ভাই।
ভাল থাকবেন সবসময়।

৪| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১১

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো ভাই।ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.