নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

দিগভ্রান্ত বিবেক!

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৩

এক নদী সাদা দুধ,
একফোটা টকে নাশ!
অনেক সাদা হাত,
একহাতে ভাইরাস!



অনেকগুলা মাথা,
দু'একটা শয়তানের!
অনেকগুলাই পথ:
কানাগলি কচিৎ এর।



অনেক অনেক কী
আর হবে?
ব্যাকটেরিয়াই সবি খাবে!

সব হাতে ভাইরাস ছড়াবে,
মাথাগুলা গুন ঝড়াবে,
পাঞ্জেরীও পথ হারাবে,
বাঁচার উপায় নাই...

দু'নৌকাতে আটকাযে পা,
মধ্যিখানে স্রোতের খাঁ-খাঁ,
কেও বলেনা-"
এক নৌকায় যা!"
আমরা কূল হারাই!


ছবি: সংগৃহীত।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫২

ইফতি সৌরভ বলেছেন: কথা সত্য!



০৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:০৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ সহমতের জন্য,ভাল থাকবেন সবসময়ই।

২| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৯

শাহিন-৯৯ বলেছেন:


আন্দোলন এখানে থামানো উচিত বলে মনে হয়, কারণ লীগের দমন নীতি হল ধীরে চল নীতি, প্রথমে মিথ্যে আশ্বাস দিবে এটায় কাজ না হলে একটা বিপক্ষ গ্রুপ জন্ম দিবে (যেমন বর্তমানে বাস মালিক, ড্রাইভার, হেলপার) আর ধীরে ধীরে হামলা শুরু করবে, প্রথমে দুই একটি পরে এত তীব্রতা বাড়তে থাকবে।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: এ বিষয়ে মন্তব্য নয়,কবিতারই জন্ম হয়েছে।ধন্যবাদ।

৩| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:০৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমরা কূল ই হারাবো শেষ পর্যন্ত মনে হচ্ছে।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: বেলাশেষে তো এমটাই হচ্ছে ভাই।ভাল থাকবেন,যতটুকু পারা যায়।ধন্যবাদ।

৪| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৩:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কবিতা।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।

৫| ০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:০১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ২য় ও ৩য় ছবিটা কবেকার??:(

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ছবি কবেকার,তার কি দরকার ভাই?
এখানে কোন নির্দিষ্ট দিনের কথা লিখিনি,নির্দিষ্ট কোন ঘটনার বিবরণ ও নয়।
ছবিগুলা কবিতার সাথে সাদৃশ্য আছে বলে মনে হয়েছে,তাই দিয়েছি।
ধন্যবাদ,ভাই।ভাল থাকবেন।

৬| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: সাঈদী আসলেই চান্দে গেসিলো, যে শালা বিশ্বাস করে না, এটা তার সমস্যা। এইটা গুজব হইব ক্যান?

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম..হয়তো গেছিলো।দুঃখের বিষয় এর আগে আমরা স্যাটেলাইট টা পাঠাতে পারলে হয়তো দেখা যেতো।
ধন্যবাদ ভাই,ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.